শনিবার, ৬ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৬ হাজার টাকা করার দাবি

নিজস্ব প্রতিবেদক

সব গ্রেডের মজুরি একসঙ্গে ঘোষণা ও পোশাক শ্রমিকদের মোট মজুরি ১৬ হাজার টাকা ঘোষণার দাবি জানিয়েছে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতি। গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে তারা এ দাবি জানান। সংগঠনের সভাপতি তাসলিমা আক্তারের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন ট্রেড ইউনিয়ন ফেডারেশনের সভাপতি আতিকুল ইসলাম, গণসংহতি আন্দোলনের নেতা ফিরোজ আহমেদ, নারী সংহতির সভাপতি শ্যামলী শীল প্রমুখ। তাসলিমা আক্তার বলেন, মালিক পক্ষের সঙ্গে গত ১৩ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর বরাত দিয়ে শ্রম প্রতিমন্ত্রী পোশাক শ্রমিকদের সর্বনিম্ন গ্রেডে মজুরি ঘোষণা করেছেন ৮ হাজার টাকা। কিন্তু শ্রমিকরা গত দুই বছর থেকে ১৬ হাজার টাকা মজুরি ঘোষণার দাবি জানিয়ে আসছে। সেই দাবিকে উপেক্ষা করে কেবলমাত্র একটি গ্রেডের মজুরি যে পরিমাণ ঘোষণা করা হয়েছে, সে টাকা দিয়ে শ্রমিকদের পক্ষে জীবন যাপন করা সম্ভব নয়। ট্রেড ইউনিয়ন ফেডারেশনের সভাপতি আতিকুল ইসলাম বলেন, গত পাঁচ বছরে রফতানি আয়ের শীর্ষ এই খাতে আয় বেড়েছে প্রায় ২৫ শতাংশ। অথচ শ্রমিক সংখ্যা ও তাদের মজুরি আগের মতই আছে। শ্রমিকদের যথাযথ মজুরি দিলে উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে। তিনি বলেন, শ্রমিকদের দাবি উপেক্ষা করা হয়েছে এবং শ্রমিকরা যেন প্রতিবাদ না করতে পারে সেজন্য ইন্ডাস্ট্রিয়াল পুলিশসহ সরকারি বিভিন্ন সংস্থা নানা রকম হুমকি দিচ্ছে। শ্রমিক প্রতিনিধিরা তাদের নির্বাচনী রাজনীতির বলি না করে দাবি মেনে নেওয়ার আহ্বান জানান।

পাশাপাশি উৎপাদনের স্বার্থে অতি দ্রুত শ্রম আইনের বিধান অনুযায়ী বিভিন্ন সংগঠনের আপত্তিপত্র বিবেচনায় সব গ্রেডের মজুরি একসঙ্গে ঘোষণার আহ্বান জানান।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর