সোমবার, ৮ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা
প্রসঙ্গ আল্লামা শফী

‘অসৎ উদ্দেশেই তার বিরুদ্ধে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে’

নিজস্ব প্রতিবেদক

অসৎ উদ্দেশ বাস্তবায়ন করতেই একটি মহল হেফাজত আমির আল্লামা শাহ আহমদ শফীর বিরুদ্ধে জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছে বলে অভিযোগ করেছেন হেফাজতে ইসলাম ঢাকা মহানগর সেক্রেটারি ও কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য মাওলানা আবুল হাসানাত আমিনী। গতকাল এক বিবৃতিতে মুফতি ইজহারের হেফাজত আমিরকে নিয়ে মন্তব্য প্রকাশের প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন। আবুল হাসানাত আমিনী আরও বলেন, হেফাজত ও আল্লামা শাহ আহমদ শফীকে নিয়ে কোনো ষড়যন্ত্র বরদাশত করা হবে না। তিনি বলেন, আল্লামা শাহ আহমদ শফী দা.বা. নীতি ও আদর্শের প্রশ্নে কারও সঙ্গে আপস করেননি। এদিকে কওমি মাদ্রাসা শিক্ষক কল্যাণ সোসাইটির চেয়ারম্যান মাওলানা মুহাম্মদ আবদুস সামাদ বলেছেন, আল্লামা শাহ আহমদ শফীর বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র সহ্য করা হবে না। গতকাল এক বিবৃতিতে তিনি বলেন, কওমি সনদের রাষ্ট্রীয় স্বীকৃতি নিয়ে আল্লামা আহমদ শফী কোনো অপরাধ করেননি এবং স্বীকৃতি গ্রহণের বিষয়টি তার ব্যক্তিগতও নয়, বরং জাতিগতভাবে পৌনে দুই কোটি কওমি সন্তানকে সামাজিক ও রাষ্ট্রীয়ভাবে মর্যাদাবান করেছেন।

আল্লামা আজিজুল হকের সঙ্গে মুক্তাঙ্গনে দিন-রাত অবস্থান করার কথা উল্লেখ করে তিনি বলেন, আজ যারা স্বীকৃতির ঘোষণা সহ্য করতে পারছেন না তারা আত্মপ্রতারক। নব্বই ভাগ মুসলমানের দেশে মুসলিমদের যারা নেতৃত্ব দিচ্ছেন সেই ইমাম-আলেমদের শিক্ষার স্বীকৃতি না থাকা বড়ই দুঃখজনক। কওমি সনদের মুলা বছরের পর বছর ঝুলিয়ে তারাই আমাদের বারবার ব্যবহার-অপব্যবহার করেছেন। ঢাকার মুক্তাঙ্গনে পড়ে থাকা হাজারো আলেম-ওলামাকে একবার দেখতেও যাননি, কোনো কথাও বলেননি। তাই আজ প্রত্যক্ষ-পরোক্ষভাবে স্বীকৃতির বিরোধিতা করছেন তারা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর