শিরোনাম
সোমবার, ৮ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

দায়িত্ব নিয়েই ৭৫২ কোটি টাকার উন্নয়ন প্রকল্প অনুমোদন লিটনের

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহী সিটি করপোরেশনের মেয়রের দায়িত্ব নিয়েই এ এইচ এম খায়রুজ্জামান লিটন প্রথম স্বাক্ষর করেছেন ৭৫২ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের ফাইলে। গতকাল সকালে নগর ভবনে গিয়ে তার দফতরে বসে প্রথম দাফতরিক কাজ করেন মেয়র লিটন। রাজশাহী সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী আশরাফুল ইসলাম বলেন, মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন তার প্রথম কর্মদিবসে প্রথম স্বাক্ষর করেছেন ৭৫২ কোটি টাকার একটি উন্নয়ন প্রকল্পের ফাইলে। এ প্রকল্পের আওতায় নগরীর ২২টি পুকুর সংরক্ষণ ও সংস্কার করা হবে। প্রকৌশলী আশরাফুল ইসলাম বলেন, আগের মেয়াদে খায়রুজ্জামান লিটন মেয়র থাকাকালে এ প্রকল্পটি তিনি হাতে নিয়েছিলেন। কিন্তু সাবেক মেয়র এ প্রকল্পটি আর এগোতে দেননি।

ফলে এ প্রকল্পটির ফাইল আগে থেকেই প্রস্তুত ছিল। প্রথম কর্মদিবসে মেয়র সে ফাইলটি অনুমোদন দিয়েছেন। এখন অর্থ বরাদ্দের জন্য ফাইলটি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হবে বলে জানান রাসিকের এই কর্মকর্তা। শুক্রবার বিকালে নগর ভবনের গ্রিন প্লাজায় জাঁকজমকপূর্ণ আয়োজনের মাধ্যমে মেয়রের দায়িত্ব নেন এ এইচ এম খায়রুজ্জামান লিটন। এ সময় রাসিকের ৩০ জন সাধারণ কাউন্সিলর ও ১০ জন নারী কাউন্সিলরও দায়িত্ব নেন। শনিবার ছুটির দিনে মেয়র লিটন নগর ভবনে গিয়ে বিভিন্ন দফতর পরিদর্শন করেন। এ সময় তিনি রাসিক কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় করেছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর