সোমবার, ৮ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

শিশুকে ধমক নয়

নিজস্ব প্রতিবেদক

শিশুকে ধমক দেওয়া, প্রহার করা কিংবা অপমান করা থেকে বিরত থাকতে হবে। তাদের প্রতিটি প্রশ্নের উত্তর দিতে হবে। কৌতূহলী শিশুদের প্রশ্নে ধমক দিলে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ ব্যাহত হয়। তাদের প্রতিটি প্রশ্নের উত্তর দিতে হবে। মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি গতকাল বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে বিশ্ব শিশু দিবস ও বিশ্ব শিশু অধিকার সপ্তাহের কার্যক্রম উদ্বোধনে এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, শিশুরা হলো আমাদের আগামী। আর আগামী দিনকে সমৃদ্ধ করতে চাইলে সুস্থ শিশুর বিকল্প নেই। সুস্থ শিশুর পূর্বশর্ত সুস্থ মা। আমাদের আগামীকে সুন্দর করতে হলে প্রতিটি নারীকে ভালো রাখতে হবে। তাদের যত্ন নিতে হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার লেখা ‘আমাদের ছোট রাসেল সোনা’ বইয়ের ব্রেইল এর মোড়ক উন্মোচন করেন এবং একজন প্রতিবন্ধীর হাতে ব্রেইল তুলে দেন। আলোচনা সভা শেষে প্রতিমন্ত্রী শিশু একাডেমি প্রাঙ্গণে সাত দিনব্যাপী খেলনা মেলা উদ্বোধন করেন।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর