শনিবার, ২৭ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

জামায়াতের কেন্দ্রীয় নেতাসহ আটক ৩

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে অভিযান চালিয়ে জামায়াতের কেন্দ্রীয় নেতাসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন— জামায়াতের কেন্দ্রীয় নেতা সাহাব উদ্দিন, চট্টগ্রাম নগর শাখার নায়েবে আমির আহসান উল্লাহ, ১৭ নম্বর ওয়ার্ডের নায়েবে আমির ও ভারতের বর্ধমান বোমা হামলার অন্যতম সন্দেহভাজন নসরুল্লাহর ভাই আসাদ উল্লাহ। বৃহস্পতিবার রাতে নগরীর বাকলিয়া থানাধীন মাস্টারপোল ও রসুলবাগ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। বাকলিয়া থানার ওসি প্রণব চৌধুরী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে তিন জামায়াত নেতাকে গ্রেফতার করা হয়েছে। তাদের বাসা থেকে জামায়াতে ইসলামীর প্রচারপত্র, বিভিন্ন     রকমের বই এবং কাগজপত্র উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অতীতে নাশকতার একাধিক মামলা রয়েছে। এসব মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে। পুলিশ সূত্র জানায়, গ্রেফতার হওয়া আসাদ উল্লাহর বিরুদ্ধে জঙ্গি সংগঠন জেএমবির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। তার ভাই শেখ নসরুল্লাহ বোমার কারিগর হিসেবে পরিচিত। নসরুল্লাহ ২০১৪ সালের ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় বোমা বিস্ফোরণের অন্যতম সন্দেহভাজন। বর্ধমানের ঘটনার পর নসরুল্লাহ পলাতক রয়েছে। ২০১৩ সালের ২৩ অক্টোবর বোমা তৈরির সময় বাকলিয়ার রসুলবাগ আবাসিক এলাকার আসাদ উল্লাহর বাসায় বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকে পলাতক নসরুল্লাহ। ওই ঘটনার পর আসাদ উল্লাহ ও তার স্ত্রী আসমাউল হুসনাকে গ্রেফতার করে পুলিশ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর