রবিবার, ৪ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

শাহজালালে ৩৫ লাখ টাকার সোনা জব্দ

নিজস্ব প্রতিবেদক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক অভিযানে তিন যাত্রীর কাছ থেকে ৩৫ লাখ টাকার সোনা জব্দ করেছে শুল্ক গোয়েন্দা। জব্দ এসব সোনার ওজন ৭০০ গ্রাম।

গতকাল সকাল সাড়ে ৯টার দিকে মালয়েশিয়া থেকে আসা রিজেন্ট এয়ারলাইনসের যাত্রী ইয়াছিন মিয়াকে ৩০০ গ্রামের তিনটি সোনার বার ও ১০০ গ্রাম স্বর্ণালঙ্কারসহ আটক করা হয়। এসব সোনার বাজারমূল্য প্রায় ২০ লাখ টাকা। একই সময়ে দুবাই থেকে আসা এক যাত্রীর কাছ থেকে আরও দুটি সোনার বার এবং দুপুর ১২টার দিকে ওমান থেকে আসা আরেক যাত্রীর কাছ থেকে একটি সোনার বার জব্দ করা হয়। তাদের কাছ থেকে জব্দ সোনাগুলোর বাজারমূল্য প্রায় ১৫ লাখ টাকা। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. সহিদুল ইসলাম জানান, প্রথমে আটক হওয়া ইয়াছিন তার পায়ুপথে সোনাগুলো বহন করছিল। তার কাছ থেকে জব্দ সোনার মোট ওজন ছিল ৪০০ গ্রাম। তিনি যখন গ্রিন চ্যানেল পার হয়ে বের হচ্ছিলেন তখন গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দারা তাকে আটক করে। সুনিশ্চিত তথ্য থাকার পরও জিজ্ঞাসাবাদে তিনি সোনা বহনের বিষয়টি অস্বীকার করেন। একপর্যায়ে পায়ুপথে সোনা রাখার বিষয়টি স্বীকার করেন। এরপর ব্যায়াম করিয়ে, রুটি, কলা, জুস ও পানি খাইয়ে তার পায়ুপথ থেকে তিনটি সোনার বার বের করা হয়।

সর্বশেষ খবর