রবিবার, ৪ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

ইবির ভর্তি পরীক্ষায় প্রতি আসনে প্রার্থী ২১ জন

ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আজ শুরু হচ্ছে। দুই দিনে চার শিফটে চারটি ইউনিটের এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবার প্রতি আসনে প্রার্থী প্রায় ২১ জন।

বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার অফিস সূত্রে জানা যায়, আজ প্রথম শিফটে ধর্মতত্ত্ব অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর দ্বিতীয় শিফটে মানবিক ও সমাজ বিজ্ঞান অনুষদ এবং আইন ও শরিয়াহ অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের রোল ০০০০১ থেকে ০৭১৫৫ পর্যন্ত, তৃতীয় শিফটে রোল ০৭১৫৬ থেকে ১৪৩১০ পর্যন্ত এবং চতুর্থ শিফটে রোল ১৪৩১১ থেকে অবশিষ্টদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগামীকাল প্রথম শিফটে ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর দ্বিতীয় শিফটে ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের রোল ০০০০১ থেকে ০৭১৫৫ এবং তৃতীয় শিফটে রোল ০৭১৫৫ থেকে ১৪৩১০ পর্যন্ত এবং চতুর্থ শিফটে রোল ১৪৩১১ থেকে অবশিষ্টদের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এ বছর ভর্তি পরীক্ষায় বিশ্ববিদ্যালয়ের পাঁচটি অনুষদের অধীন ৩৩টি বিভাগে ২ হাজার ২৭৫টি আসনের বিপরীতে ৪৮ হাজার ৭১৯ জন ভর্তিচ্ছু শিক্ষার্থীর আবেদন জমা পড়েছে। এ ছাড়া এবারের ভর্তি পরীক্ষা ৮টি ইউনিটের পরিবর্তে ৪টি ইউনিটে অনুষ্ঠিত হবে।

সর্বশেষ খবর