রবিবার, ৪ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

চলমান সংলাপ মাইলফলক হয়ে থাকবে : গণফ্রন্ট

নিজস্ব প্রতিবেদক

রাজনৈতিক সংকট নিরসনে প্রধানমন্ত্রীর চলমান সংলাপ মাইলফলক হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন গণফ্রন্ট চেয়ারম্যান মো. জাকির হোসেন। তিনি বলেন, জাতীয় সমস্যা সমাধানের সঠিক পথ সংলাপ। দুর্নীতিবাজদের বিচার প্রক্রিয়া ও নির্বাচন কমিশনকে শক্তিশালী করলে এবং স্বাধীনতা দেওয়া হলে বর্তমান সংবিধান অনুযায়ীই সুষ্ঠু নির্বাচন সম্ভব। আশা করি, প্রধানমন্ত্রী সংলাপের মধ্য দিয়ে এমন একটি ব্যবস্থা গ্রহণ করবেন যাতে সব নিবন্ধিত দলই নির্বাচনে অংশ নিতে পারে। গতকাল রাজধানীর তোপখানা রোডের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

এ সময় জোটের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জাকির হোসেন আরও বলেন, সংলাপের ফল নির্ভর করে উভয় পক্ষের আন্তরিকতার ওপর। সংলাপের পবিত্রতা উভয় পক্ষকেই রক্ষা করতে হবে। তা হলেই সংলাপ সমাদৃত হবে। তিনি বলেন, প্রতিটি জাতীয় নির্বাচনের আগে নানা ধরনের মেরুকরণ হয়। কিন্তু জনভিত্তি না থাকলে কোনো মেরুকরণই কাজে আসে না।

সর্বশেষ খবর