রবিবার, ৪ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

পাইকারি গ্রেফতার অংশগ্রহণমূলক নির্বাচনের নমুনা নয় : বিএনপি

নিজস্ব প্রতিবেদক

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, নির্বাচনের আগে সারা দেশে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে চলমান পাইকারি গ্রেফতার অভিযান অংশগ্রহণমূলক নির্বাচনের নমুনা হতে পারে না। গতকাল দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি। এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, অ্যাডভোকেট আহমেদ আযম খান, চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার জিয়াউর রহমান, আমানউল্লাহ আমান, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন। রিজভী আহমেদ বলেন, দেশব্যাপী বিএনপির নেতা-কর্মীদের যেভাবে গ্রেফতার করা হচ্ছে, জুলুমের খড়গ চালানো হচ্ছে, এটা কখনো সুষ্ঠু নির্বাচনের নমুনা হতে পারে না।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর