শিরোনাম
রবিবার, ১৮ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

নিজ এলাকায় প্রটোকল পাবেন না মন্ত্রী-এমপি

কর্মশালায় ইসি সচিব

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

‘মন্ত্রী-এমপিরা প্রটোকল-প্রটেকশন ও গাড়ি নিজ নির্বাচনী এলাকায় প্রচারণায় ব্যবহার করতে পারবেন না জানিয়ে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমদ বলেছেন, মনোনয়ন দাখিল না হওয়া পর্যন্ত তারা যে প্রার্থী, এটা আমরা বলতে পারি না। এর আগ পর্যন্ত সরকারি কাজে, প্রকল্প পরিদর্শনে তাঁরা সরকারি প্রটোকল ও প্রটেকশন পাবেন। এর পরে যখন প্রার্থী হবেন তখন সরকারি প্রটোকল, প্রটেকশন ও গাড়ি নিজ নির্বাচনী এলাকায় প্রচারণায় ব্যবহার করতে পারবেন না। তবে নিজ নির্বাচনী এলাকা ছাড়া অন্য নির্বাচনী এলাকায় প্রটোকল পাবেন বলে জানান তিনি। গতকাল চট্টগ্রাম নগরীর এস এস খালেদ সড়কে লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে দুই দিনব্যাপী কর্মশালার সমাপনী অনুষ্ঠানে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। অনুষ্ঠানে চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান, জেলা নির্বাচন কর্মকর্তা মো. মুনীর হোসাইন খান প্রমুখ উপস্থিত ছিলেন। নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ আরও বলেছেন, নয়াপল্টনে পুলিশের সঙ্গে সংঘর্ষের বিষয়টি পুলিশ মহাপরিদর্শকের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে নির্বাচন কমিশন (ইসি) ব্যবস্থা নেবে। ওইদিনের ঘটনার প্রকৃত কারণ জানতে ইতিমধ্যে পুলিশের আইজিপিকে নির্বাচন কমিশন (ইসি) থেকে চিঠি দেওয়া হয়েছে। তাদের চিঠির জবাবের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।   বিভিন্ন দল নির্বাচন পেছানোর দাবি করেছেন ইসিতে এমন প্রশ্নের উত্তরে সচিব হেলালুদ্দীন বলেন, ‘নির্বাচন পেছানোর আর কোনো সুযোগ নেই। ৩০ ডিসেম্বরেই নির্বাচন অনুষ্ঠিত হবে।  ইভিএম প্রসঙ্গে কমিশন সচিব বলেন, চট্টগ্রাম নগরসহ সারা দেশের শহরাঞ্চলের কিছু স্থানে ইভিএম ব্যবহার করা হবে। তবে কোন কোন স্থানে ব্যবহার হবে সেই ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়নি। বাংলাদেশি বাইরের ভোটার বিষয়ে হেলালুদ্দীন আহমদ বলেন, বাংলাদেশি নাগরিক কিংবা ভোটার যারা বাইরের বিভিন্ন দেশে অবস্থান করছেন তাদের ভোটার করার পাশাপাশি জাতীয় পরিচয়পত্র দেওয়ার পরিকল্পনা আছে কমিশনের। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এ জন্য পাইলট প্রকল্প নেওয়া হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর