সোমবার, ১৯ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

ইসিকে ১৪০ নেতা-কর্মীর তালিকাসহ স্মারকলিপি দিল চট্টগ্রাম বিএনপি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম মহানগর বিএনপির ১৪০ নেতা-কর্মীর নামের তালিকাসহ স্মারকলিপি দিয়েছেন মহানগর বিএনপির নেতারা। গতকাল দুপুরে চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে এসে তারা এই স্মারকলিপি দেন। তফসিল ঘোষণার পর থেকে চট্টগ্রামে সরকারি দলের নির্বাচনী আচরণবিধি ভঙ্গ এবং বিএনপি নেতা-কর্মীদের পুলিশের হয়রানি করা হচ্ছে বলে স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে। বিএনপির কেন্দ্রীয় কমিটির শ্রমবিষয়ক সম্পাদক এএম নাজিম উদ্দিনের নেতৃত্বে স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট আবদুস সত্তার, অধ্যাপক নুরুল আলম রাজু, উপদেষ্টা সাংবাদিক জাহিদুল করিম কচি, যুগ্ম সম্পাদক ইয়াসিন চৌধুরী লিটন, আবদুল মান্নান, সহ-দফতর সম্পাদক ইদ্রিস আলী, নগর মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি বেগম ফাতেমা বাদশা ও সাধারণ সম্পাদক জেলী চৌধুরী। এ সময় চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা বিএনপি নেতৃবৃন্দকে তাদের অভিযোগের বিষয় নির্বাচন কমিশনে (ইসি) জানানোর আশা প্রকাশ করেন। স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়েছে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরও চট্টগ্রান মহানগরীর বিভিন্ন থানায় বিএনপি নেতা-কর্মীদের গ্রেফতার অব্যাহত রেখেছে পুলিশ। হাই কোর্টের জামিন থাকা ব্যক্তি ও হাই কোর্ট থেকে জামিন নিয়ে কারাগার থেকে বের হয়ে আসার সময় জেল গেট থেকে পুনরায় গ্রেফতারও করা হচ্ছে অনেক নেতা-কর্মীকে।

পুলিশের এমন আচরণে আমরা উদ্বিগ্ন। নির্বাচন কমিশন নির্বাচনকে একটি উৎসবমুখর পরিবেশে উদযাপনের প্রচেষ্টা চালাচ্ছে। সেই লক্ষ্যে বিএনপিসহ জাতীয় ঐক্যফ্রন্ট দলীয় নেতা-কর্মী ও দেশের মানুষকে উজ্জীবিত করার কাজ করছে। এই অবস্থায় নেতা-কর্মীদের গ্রেফতারের ঘটনা নির্বাচন কমিশনের কর্মকাণ্ডকে প্রশ্নবিদ্ধ করে তুলেছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর