শিরোনাম
শুক্রবার, ২৩ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

এরশাদের উপদেষ্টা রিন্টু আনোয়ারের পতদ্যাগ

নিজস্ব প্রতিবেদক

এরশাদের উপদেষ্টা রিন্টু আনোয়ারের পতদ্যাগ

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের উপদেষ্টা ও ফেনী জেলা জাপার আহ্বায়ক রিন্টু আনোয়ার দলীয় সব পদ থেকে পদত্যাগ করেছেন। গতকাল পার্টির চেয়ারম্যানকে পাঠানো পদত্যাগপত্রে ‘উদ্ভূত প্রেক্ষাপট ও পরিস্থিতি বিবেচনায় জাতীয় পার্টির রাজনীতি করা সমীচীন হবে না বিধায় পার্টি থেকে পদত্যাগ করছি’ বলে উল্লেখ করেছেন রিন্টু আনোয়ার। জানা গেছে, বিগত ৫ জানুয়ারির নির্বাচনে ফেনী-৩ আসন থেকে  মহাজোটের প্রার্থী ছিলেন রিন্টু আনোয়ার। এবারও আসন্ন নির্বাচনে মহাজোটগত নির্বাচনে এ আসনটি জাপাকে ছাড় দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নেয় আওয়ামী লীগ। সম্প্রতি লে. জে. (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী জাপায় যোগদান করে ফেনী-৩ আসন নিশ্চিত করেন বলে সূত্র জানায়। পদত্যাগ প্রসঙ্গে রিন্টু আনোয়ার বলেন, ২০ বছর হুসেইন মুহম্মদ এরশাদের সঙ্গে কাজ করেছি। আমি সততা ও বিশ্বস্ততার সঙ্গে নিরলসভাবে কাজ করে এসেছি। কিন্তু সম্প্রতি আমার প্রতি যে অবিচার ও অসম্মানের ঘটনা ঘটেছে তাতে আমি মর্মাহত। সে বিবেচনায় আমার আর পার্টির চেয়ারম্যানের সঙ্গে কাজ করা সমীচীন হবে না। তাই আমি পার্টির সব পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর