শুক্রবার, ২৩ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

ঝুঁকিপূর্ণ ৪১ এলাকায় অস্থায়ী পুলিশ ফাঁড়ি স্থাপনের দাবি

খুলনায় মানবাধিকার কমিশনের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক, খুলনা

২০০১ ও ২০১৪ সালে নির্বাচন পরবর্তী সময়ে খুলনাঞ্চলে অসংখ্য পাশবিক নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে। সারা দেশে ভোটকে কেন্দ্র করে উৎসব হলেও এসব এলাকায় আতঙ্ক দেখা দেয়। এ কারণে খুলনা, যশোর, সাতক্ষীরা ও বাগেরহাটের সংখ্যালঘু অধ্যুষিত ৪১টি ঝুঁকিপূর্ণ এলাকায় অস্থায়ী পুলিশ ফাঁড়ি স্থাপনের দাবি জানিয়েছেন মানবাধিকার কর্মীরা। গতকাল খুলনা সার্কিট হাউস সম্মেলন কক্ষে ‘নির্বাচনকালীন মানবাধিকার সংরক্ষণ’ বিষয়ক মতবিনিময়কালে এ দাবি জানানো হয়। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক। তিনি বলেন, আমরা এসব ঘটনার পুনরাবৃত্তি দেখতে চাই না। একাদশ সংসদ নির্বাচনকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দায়িত্বশীল হতে হবে। একই সঙ্গে এ ধরনের ঘটনা প্রতিরোধে নাগরিক আন্দোলন গড়ে তুলতে হবে। অনুষ্ঠানের মুখ্য আলোচক ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির নির্বাচনকালীন সময়ে ‘সাম্প্রদায়িক সন্ত্রাস প্রতিরোধ কমিটি’ গড়ে তোলার আহ্বান জানান। খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের  সভাপতিত্বে বক্তৃতা করেন—বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া, অতিরিক্ত ডিআইজি হাবিবুর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার সরদার রফিকুল ইসলাম এবং পুলিশ সুপার মো. আনিসুর রহমান।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর