শুক্রবার, ২৩ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

গাজীপুরে বসুন্ধরা এলপি গ্যাসের উদ্যোগে কর্মশালা

গাজীপুর প্রতিনিধি

‘এলপি গ্যাস ব্যবহারের প্রশিক্ষণ নিন, নিরাপদ থাকুন প্রতিদিন’ এ স্লোগানে এলপিজি বিপণন ও ব্যবহারে কাজে নিয়োজিত ব্যক্তিদের নিয়ে সচেতনতামূলক ‘নিরাপদ কর্মস্থল’বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বসুন্ধরা এলপি গ্যাসের উদ্যোগে গতকাল গাজীপুর শহরের সোনার তরী কমিউনিটি সেন্টারে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এলপি গ্যাস সিলিন্ডার দুর্ঘটনা প্রতিরোধ ও গ্যাসের ব্যবহারবিষয়ক জনসচেতনতা সৃষ্টি করাই ছিল অনুষ্ঠানের লক্ষ্য। আয়োজকরা জানান, তরলীকৃত পেট্রলিয়াম গ্যাস (এলপিজি) ব্যবহার বেড়েছে  বহুগুণ। বেড়েছে এলপিজি বাজারজাতকরণ কোম্পানি ও ব্যবহূত সিলিন্ডারের পরিমাণ। সিলিন্ডারের মানহীনতার কারণে ঘন ঘন সিলিন্ডার বিস্ফোরণ ঘটছে। ব্যবহারকারীদের সচেতনতাই কমাতে পারে প্রাণহানি; প্রতিরোধ করতে পারে দুর্ঘটনা। অনুষ্ঠানে প্রধান বক্তা মীর টি আই রিজভী বলেন, বেশকিছু কোম্পানির নিজস্ব রি-টেস্টিং ও পর্যাপ্ত মান নিয়ন্ত্রণের সুব্যবস্থা নেই। বসুন্ধরা এলপি গ্যাস সিলিন্ডার ল্যাবরেটরিতে বিভিন্ন ধাপে পরীক্ষা-নিরীক্ষার পর বাজারজাত করা হয়। ফলে এ সিলিন্ডারের সর্বোত্তম সুরক্ষা নিশ্চিত করা হয়। অনুষ্ঠানে বসুন্ধরা গ্রুপের বিজনেস ডেভেলপমেন্ট (সেক্টর এ) হেড অব ডিভিশন জেড এম আহমেদ প্রিন্স, গাজীপুরের জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর ও গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আক্তারুজ্জামান উপস্থিত ছিলেন। ‘বসুন্ধরা এলপি গ্যাসে ভরসা রাখুন, নিরাপদ থাকুন, স্বচ্ছন্দে থাকুন’ স্লোগান দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর