শুক্রবার, ২৩ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

সোহরাওয়ার্দীতে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সমাবেশ

প্রতিদিন ডেস্ক

সোহরাওয়ার্দীতে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সমাবেশ

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আনজুমানে রহমানিয়া মইনীয়া মাইজভান্ডারির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে গতকাল অনুষ্ঠিত শান্তি মহাসমাবেশ ও জশেন জুলুসে অতিথিরা। বিজ্ঞপ্তি

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, মহানবী হযরত মুহম্মদ (স.)-এর জীবনাদর্শ অনুসরণ করলে বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় সহায়ক হবে। সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে তাঁকে অনুসরণ করলে শান্তি ফিরে আসবে। গত বুধবার রাজধানীর সোহ্্রাওয়ার্দী উদ্যানে আনজুমানে রহমানিয়া মইনীয়া মাইজভান্ডারির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে অনুষ্ঠিত শান্তি মহাসমাবেশ ও জশেন জুলুসে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী। সভাপতির বক্তব্যে মাওলানা সৈয়দ সাইফুদ্দীন  আহমদ আল্-হাসানী বলেন, মহানবীর (স.) দুনিয়ায় আগমন জগত্বাসীর জন্য আল্লাহ পাকের বিশেষ রহমত ও অনুগ্রহ স্বরূপ। আরবের অন্ধকার ও অজ্ঞানতার বিপরীতে তিনি শান্তি, সাম্য ও সম্প্রতির মানবিক বন্ধন গড়ে তুলে অবিস্মরণীয় হয়ে আছেন।  সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সৈয়দ হাসনাইন-এ-মইনুদ্দীন, ড. আহমদ তিজানী বিন ওমর, ড. মাজেন শরীফ, ইসলামি ঐক্যজোটের চেয়ারম্যান মিছবাহুর রহমান। অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক এমপি মাজাহারুল হক শাহ্ চৌধুরী, ইসলামী ফ্রন্টের মহাসচিব এমএ মতিন, যুগ্ম-মহাসচিব স উ ম আব্দুস সামাদ প্রমুখ। বিজ্ঞপ্তি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর