শুক্রবার, ২৩ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

আদালত প্রতিবেদক

যৌতুকের দাবিতে মারধর করে স্ত্রী হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি ৫০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে। গতকাল ঢাকার ৩ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জয়শ্রী সমাদ্দার আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামি হচ্ছেন রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইল উত্তরপাড়ার মৃত মুলকত মিঞার ছেলে সোহেল। রায়  ঘোষণার পর আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। রায়ের পর্যবেক্ষণে বিচারক বলেন, আসামি সোহেল মিঞা যৌতুকের জন্য তার স্ত্রী তাসলিমা আক্তারকে মারপিট করে মৃত্যু ঘটিয়েছে। যা ক্ষমার অযোগ্য অপরাধ। এর একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর