শুক্রবার, ২৩ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

চট্টগ্রাম চিড়িয়াখানায় পক্ষীশালা উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম চিড়িয়াখানায় ৬ প্রজাতির ৩৪২টি পাখি নিয়ে যাত্রা করল পক্ষীশালা। বুুধবার দুপুরে চট্টগ্রাম চিড়িয়াখানা ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন নবনির্মিত এ পক্ষীশালার উদ্বোধন  করেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো.  হাবিবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) মো. মমিনুর রশিদ, চিড়িয়াখানা ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব মো. রুহুল আমীন, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম প্রমুখ। জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন বলেন, চট্টগ্রাম চিড়িয়াখানাকে নতুন আঙ্গিকে সাজাতে নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এরই অংশ হিসেবে দক্ষিণ আফ্রিকা থেকে বাঘ, জেব্রাসহ নতুন নতুন পশু-পাখি আনা হয়।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর