শুক্রবার, ২৩ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

পুলিশের ৪ কর্মকর্তার পদোন্নতি

নিজস্ব প্রতিবেদক

পুলিশের অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার ৪ কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) পদে পদায়ন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব কামরুল আহসান তালুকদার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে পদোন্নতির এ আদেশ দেওয়া হয়। ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত ৪ পুলিশ কর্মকর্তা হলেন- ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (চলতি দায়িত্ব) আবদুল বাতেন, যুগ্ম পুলিশ কমিশনার ইমতিয়াজ আহমেদ, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের অতিরিক্ত ডিআইজি মাইনুল হাসান ও ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি আবু কালাম সিদ্দিক।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর