শুক্রবার, ২৩ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

দুই ইয়াবা ব্যবসায়ীর ১২ বছর করে কারাদণ্ড

২৫ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার মামলা

আদালত প্রতিবেদক

রাজধানীর উত্তরা পূর্ব থানায় করা ২৫ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধারের মামলায় ট্রাকচালক আমজাদ শেখ (৪৯) ও হেলপার মো. সবুজ মিয়াকে (২৪) ১২ বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি আসামিদের ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল ঢাকার অষ্টম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক ফারহানা ফেরদৌস আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, পাবনা জেলার আমিনপুর থানাধীন মির্জাপুর গ্রামের মৃত আরশেদ শেখের ছেলে আমজাদ ও যশোর জেলার বেনাপোল পোর্ট থানাধীন দিঘিরপার গ্রামের   হোসেন আলীর ছেলে সবুজ। মামলা  সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ১৯ মে উত্তরা পূর্ব থানাধীন ৪ নং সেক্টরের ৭ নং রোডের আক্তার ফার্নিচারের সামনে পাকা রাস্তার ওপর ঢাকা মেট্টো-ট ১৮-০৩০৯ একটি ট্রাক গোপন সংবাদের ভিত্তিতে আটক করা হয়। এ সময় দুই আসামিকে গ্রেফতার করা হয়। পরে ট্রাকের বসার সিটের নিচে বিশেষ কায়দায় তৈরি বক্সে থাকা একটি শপিংব্যাগ  থেকে ১২৮টি পলিব্যাগে ২০০ পিস করে থাকা পঁচিশ হাজার ৬০০ পিস ইয়াবা বের করে দেয় আসামিরা। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করে। বিচারকালে ১৫ জন সাক্ষীর মধ্যে ৭ জনের সাক্ষ্য  গ্রহণ করে রায় ঘোষণা করে আদালত।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর