রবিবার, ২৫ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

জামায়াত নিয়ে এখনো খেলছে আওয়ামী লীগ

—মোস্তফা মহসীন মন্টু

আলী রিয়াজ

জামায়াত নিয়ে এখনো খেলছে আওয়ামী লীগ

গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু বলেছেন, জামায়াতে ইসলামীকে নিয়ে এখনো খেলছে আওয়ামী লীগ। সরকার গত ১০ বছরেও দলটিকে আইন করে নিষিদ্ধ করেনি। আমরা জামায়াতের সঙ্গে জোট করেছি বলে প্রচারণা চালাচ্ছে সরকার। আমরা বলতে চাই গণফোরামের জোট হয়েছে বিএনপির সঙ্গে। আসন্ন নির্বাচনে যুদ্ধাপরাধী, সন্ত্রাসী, দুর্নীতিবাজ কেউ যাতে মনোনীত হয়ে সংসদ সদস্য নির্বাচিত না হতে পারে সেটাই আমাদের লক্ষ্য। গতকাল মতিঝিলে গণফোরামের কার্যালয়ে বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে এক সাক্ষাসকারে মোস্তফা মহসীন মন্টু আরও বলেন, দেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়ে ক্ষমতায় টিকে থাকার এই পদ্ধতি পরিবর্তন দরকার। ক্ষমতায় আমাদের যাওয়া বড় বিষয় নয়, একটি সুষ্ঠু নির্বাচন গুরুত্বপূর্ণ। কোনো যুদ্ধাপরাধী যাতে নির্বাচনী ফাঁক দিয়ে নির্বাচিত না হতে পারে সে চেষ্টাও আমরা করছি। যখন যুদ্ধাপরাধীদের প্রতীকী বিচারের জন্য গণআদালত হয়েছিল সে সময় ড. কামাল তার অন্যতম উদ্যোক্তা ও বিচারক ছিলেন। আজ যারা বলছে যুদ্ধাপরাধীদের সঙ্গে ঐক্য হয়েছে এটা রাজনৈতিক বিরোধিতার জন্য বলছে। বরং সরকার চাচ্ছে জামায়াতে ইসলামীকে নিয়ে রাজনীতি করতে। তিনি বলেন, আমাদের জোট হয়েছে বিএনপির সঙ্গে। বিএনপির ২০-দলীয় জোট রয়েছে। নির্বাচন নিয়ে তাদের আলাদা সিদ্ধান্ত থাকতে পারে সেটা নিয়ে আমাদের কিছু করার নেই। আমরা গণফোরাম থেকে প্রার্থী বাছাই করছি। ঐক্যফ্রন্ট মিলে চূড়ান্ত তালিকা করে প্রার্থী ঘোষণা করা হবে। দু-এক দিনের মধ্যে প্রার্থী তালিকা চূড়ান্ত করে ঘোষণা দেওয়া হবে। গণফোরাম সাধারণ সম্পাদক বলেন, সরকার নানা ধরনের কূটচালের মধ্যে আছে। কোনো ধরনের কূটচাল সফল হবে না। দেশে একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচন হবে। এ নির্বাচনে জনগণের ম্যান্ডেট যারা পাবে তারাই ক্ষমতায় যাবে। সংখ্যাগরিষ্ঠ দলের নেতাই হবেন প্রধানমন্ত্রী।

সর্বশেষ খবর