রবিবার, ২৫ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

নিহতদের জন্য ক্ষতিপূরণ দাবিতে সমাবেশ

তাজরীন ট্র্যাজেডির ছয় বছর

সাভার প্রতিনিধি

আশুলিয়ার নিশ্চিন্তপুরে তাজরীন ফ্যাশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ছয় বছর পূর্তিতে নিহতদের স্বজনদের ক্ষতিপূরণ প্রদান ও দায়ীদের শাস্তির দাবিতে মিছিল-সমাবেশ করেছে বিভিন্ন সংগঠন। গতকাল দিনটিকে স্মরণ করে বিভিন্ন শ্রমিক সংগঠন নিহতদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। নিহত শ্রমিকদের স্বজন ও আহত শ্রমিকরা তাজরীন ফ্যাশনের মূল ফটকের সামনে অস্থায়ী শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ শেষে অগ্নিকাণ্ডের ঘটনায় আহত শ্রমিকদের সুচিকিসা, আবাসন ও সন্তানদের লেখাপড়াসহ ক্ষতিপূরণ ও তাজরীনের মালিক দেলোয়ার হোসেনসহ দোষীদের শাস্তি নিশ্চিতের দাবি জানান।

এ উপলক্ষে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ গার্মেন্ট ও সোয়েটার শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র, বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতি, গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র ও বাংলাদেশ পোশাক শ্রমিক ট্রেড ইউনিয়ন ফেডারেশন, বাংলাদেশ প্রগতিশীল গার্মেন্ট শ্রমিক ফেডারেশন, বাংলাদেশ গার্মেন্ট অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশনসহ প্রায় ১০টি শ্রমিক সংগঠনের নেতা-কর্মীরা। সমাবেশে শ্রমিক নেতৃবৃন্দ বলেন, তাজরীন ফ্যাশনে অগ্নিকাণ্ডের ঘটনায় এখনো কোনো শ্রমিক সহায়তা পাননি, যা পেয়েছেন তা অনুদান। তাই প্রত্যেক নিহত শ্রমিকের জন্য ৪৮ লাখ টাকা এবং আহতদের উপযুক্ত ক্ষতিপূরণ, পুনর্বাসন এবং তাজরীন ফ্যাশন কারখানার স্থানে সরকারিভাবে শ্রমিকদের চিকিসার জন্য একটি হাসপাতাল ও ডরমেটরি নির্মাণ করতে হবে। উল্লেখ্য, ২০১২ সালের ২৪ নভেম্বর আশুলিয়ায় তাজরীন ফ্যাশনে লাগা অগ্নিকাণ্ডে ১১২ জন শ্রমিক নিহত ও আহত হন হাজারেরও অধিক শ্রমিক।

সর্বশেষ খবর