রবিবার, ২৫ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

বিএসসির বহরে যুক্ত হবে আরও ছয়টি জাহাজ : নৌমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

নৌমন্ত্রী শাহজাহান খান বলেছেন, বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) উন্নয়নের জন্য সরকারের বিভিন্ন পরিকল্পনা রয়েছে। চীন থেকে ৬টি সমুদ্রগামী জাহাজ আমদানি প্রক্রিয়ার বাইরে সরকার আরও ৬টি জাহাজ বিএসসির বহরে সংযোজনের অনুমোদন দিয়েছে। কারণ, বিএসসির জাহাজ বিশ্বের বন্দরগুলোতে জাতীয় পতাকা বহন করে। তাই দেশের পরিচিতি ও ভাবমূর্তি উজ্জ্বলের জন্য বিএসসির উত্তরোত্তর উন্নয়ন অব্যাহত রাখা জরুরি। গতকাল দুপুরে চট্টগ্রাম বন্দরের শহীদ মোহাম্মদ ফজলুর রহমান মুন্সী অডিটোরিয়ামে বিএসসির ৪১তম বার্ষিক সাধারণ সভায় স্বাগত বক্তব্যে তিনি এ তথ্য জানান। নৌপরিবহন সচিব মো. আবদুস সামাদ বলেন, সমুদ্র বিজয়ের মধ্য দিয়ে ব্লুইকোনমির পথ সুগম হয়েছে।

সর্বশেষ খবর