সোমবার, ২৬ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা
রাবির মতিহার হল

আসবাবপত্রের অভাবে আবাসিকতা বন্ধ

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মতিহার হলের বর্ধিতাংশের দুটি ব্লকের নির্মাণকাজ শেষ হয়েছে চলতি বছরের জুনে। এর মধ্যে একটি ব্লকে শিক্ষার্থীদের আবাসিকতা দেওয়া গেলেও প্রয়োজনীয় আসবাবের অভাবে অন্য ব্লকটিতে শিক্ষার্থী তুলতে পারছে না হল কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দফতরের উদাসীনতায় চাহিদামাফিক আসবাবপত্র পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ উঠেছে। এরই মধ্যে হলে নতুন করে আবেদন করে আবাসিকতার জন্য অপেক্ষায় রয়েছেন শতাধিক শিক্ষার্থী। শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, পাঁচ মাস ধরে আবাসিকতার জন্য প্রস্তুত হয়ে থাকা সত্ত্বেও এই ব্লকটিতে আসবাবের অভাবে তারা আসন বরাদ্দ পাচ্ছেন না। হলসূত্রে জানা যায়, গত মে মাসে বর্ধিতাংশের নির্মাণকাজ শেষ করে ঠিকাদার প্রতিষ্ঠান। এরপর তিন মাস ধরে চিঠি চালাচালির পর চেয়ার, টেবিল, খাটসহ অন্যান্য আসবাবপত্র দেওয়া হয়। এ ছাড়া সেপ্টেম্বরে নবনির্মিত বি ব্লকের সম্পূূর্ণ অংশ ও সি ব্লকের কয়েকটি কক্ষে শিক্ষার্থীদের আবাসিকতা দেওয়া হয়। আসবাবপত্র না থাকায় ১৬টি দ্বি-আসনবিশিষ্ট কক্ষে আবাসিকতা দিতে পারেনি কর্তৃপক্ষ।

 

সর্বশেষ খবর