সোমবার, ২৬ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

দুই ঘণ্টায় সব পত্রিকা বিক্রি নীলফামারীতে

নীলফামারী প্রতিনিধি

দুই ঘণ্টায় সব পত্রিকা বিক্রি নীলফামারীতে

বাংলাদেশ প্রতিদিন সম্পর্কে নীলফামারীর বিক্রেতাদের ভাষ্য, পত্রিকাটি পৌঁছায় দেরি করে। কিন্তু পৌঁছার দুই ঘণ্টার মধ্যে সব পত্রিকা বিক্রি হয়ে যায়। পাঠক আরও পত্রিকা চায়, কিন্তু বিক্রি হয়ে যাওয়ায় দেওয়া সম্ভব হয় না।

সৈয়দপুর উপজেলা পত্রিকার হকার নূর ইসলাম বলেন, সৈয়দপুর উপজেলায় বাংলাদেশ প্রতিদিন সবচেয়ে বেশি চলে। চাহিদা অনেক বেশি। তবে সময়মতো পত্রিকা না পৌঁছায় পাঠকের চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছে না। নীলফামারী সদর উপজেলার পত্রিকার হকার একরামুল হক বলেন, কলাম-ক্রোড়পত্র-উপসম্পাদকীয় ও রকমারি থাকার কারণে নীলফামারী জেলায় অন্যান্য পত্রিকার তুলনায় অনেক বেশি চলে বাংলাদেশ প্রতিদিন। আরেক হকার নারায়ণ চন্দ্র বলেন, বাংলাদেশ প্রতিদিন আমাদের হাতে আসার এক থেকে দুই ঘণ্টার মধ্যেই বিক্রি হয়ে যায়। কিন্তু পত্রিকার গাড়ি সময়মতো না আসায় অন্যসব পত্রিকা পাঠকের হাতে আগেই চলে যায়। এতে সমস্যা হয়। নীলফামারী জেলার বাংলাদেশ প্রতিদিন পত্রিকার বিক্রয় এজেন্ট খালেদ নিয়াজ নান্নু বলেন, দাম কম ও খবর বেশি থাকায় সব ধরনের পাঠকের কাছে পত্রিকাটির চাহিদা রয়েছে। সময়মতো পত্রিকা এলে সার্কুলেশন আরও বাড়বে। তিনি জানান, কোনো দিন সকাল ৯টা, কোনো দিন ১১টা ও ১২টায় বাংলাদেশ প্রতিদিন পৌঁছে। এ কারণে কঠিন সমস্যায় পড়তে হয়।

সর্বশেষ খবর