সোমবার, ২৬ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

অতিরিক্ত আইজিপি মোখলেস জাতিসংঘের স্বীকৃতি পেলেন

নিজস্ব প্রতিবেদক

অতিরিক্ত আইজিপি মোখলেস জাতিসংঘের স্বীকৃতি পেলেন

নারী ও কন্যা শিশুর প্রতি নির্যাতন প্রতিরোধে অসামান্য অবদানের জন্য  জাতিসংঘের স্বীকৃতি পেলেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি (প্রশাসন ও অপারেশনস) মো. মোখলেসুর রহমান। বিশ্বব্যাপী ১৬টি দেশের ১৬ জনকে জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) এ স্বীকৃতির জন্য মনোনীত করেছে। পুলিশ কর্মকর্তা মোখলেসুর রহমান বহু বছর ধরে জেন্ডার বেইজড ভায়োলেন্স যেমন- বাল্য বিবাহ, নারী নির্যাতন ইত্যাদি বিষয়ে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছেন। সে পরিপ্রেক্ষিতে ইউএনএফপিএ তাদের কার্যক্রমের সঙ্গে তাকে সম্পৃক্ত করেন। তিনি ২০১৫ সাল থেকে ইউএনএফপিএর কার্যক্রমের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত থেকে নারী ও কন্যা শিশুর প্রতি নির্যাতন প্রতিরোধে কাজ করছেন।

সর্বশেষ খবর