সোমবার, ২৬ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

২০১৯ সালের হজ চুক্তি ১৩ ডিসেম্বর

নিজস্ব প্রতিবেদক

আগামী বছর (২০১৯ সাল) হজ পালনের জন্য আগামী ১৩ ডিসেম্বর হজ চুক্তি হবে বলে জানিয়েছেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. আনিছুর রহমান। গতকাল রাজধানীর নিউ ইস্কাটনে বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে ধর্ম মন্ত্রণালয় আয়োজিত ‘হজ ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা-২০১৮’ শীর্ষক অনুষ্ঠানে এ তথ্য জানান তিনি। কর্মশালায় মন্ত্রিপরিষদ সচিব  মোহাম্মদ শফিউল আলম, জেদ্দা হজ অফিসের কনসালটেন্ট এফ এম বোরহানউদ্দিন, বিয়াম ফাউন্ডেশনের মহাপরিচালক  শেখ মুজিবুর রহমান, সেনাবাহিনীর হজদলের সমন্বয়ক  মেজর জায়েদুল আলম ও হজ এজেন্সি অব বাংলাদেশের (হাব) মহাসচিব শাহাদাত হোসেন তসলিম বক্তব্য রাখেন। সচিব আনিছুর রহমান বলেন, ২০১৯ সালের হজ পালনের জন্য আমাদের চুক্তি এবার এক মাস আগে হচ্ছে। আগামী ১৩ ডিসেম্বর রিয়াদ অথবা জেদ্দায় এ চুক্তি হবে। তিনি বলেন, ২০১৯ সালের হজ নীতিমালা প্রায় চূড়ান্ত। জানুয়ারিতে এ নীতিমালা অনুমোদনের জন্য কেবিনেট মিটিংয়ে উপস্থাপন করা হবে। ২০১৯ সালের হজ প্যাকেজে বাংলাদেশি হজযাত্রীদের বাড়তি টাকা গুনতে হবে। সৌদি আরবে পরিবহন, আবাসনসহ আনুষঙ্গিক খরচ বেড়ে যাওয়ায় বাংলাদেশি হজযাত্রীদের খরচ বাড়ছে। একই সঙ্গে এবার আবাসনে দ্বিতল খাট ব্যবহার হতে পারে। যেটা পাকিস্তান এবং ভারতের হাজীদের জন্য ছিল। এটা এবার বাংলাদেশিদের জন্যও মেনে নিতে হবে। মন্ত্রিপরিষদ সচিব  মোহাম্মদ শফিউল আলম বলেন, দেশ থেকে অনেকে আগে হজে যেয়ে অপরাধে জড়ান। হজে যেয়ে অনেক সময় হাজীরা তাদের দ্বারা পকেট মানির শিকার হন। এতে নিঃস্ব হয়ে পড়েন সেই হাজী। এক্ষেত্রে আপদকালীন ফান্ড করা যেতে পারে। আবার হজযাত্রার মাঝামাঝি সময়ে ফ্ল্যাট জটিলতা থাকে। এটা যেন না হয়। সেটাও দেখতে হবে সংশ্লিষ্ট সবাইকে।

 

সর্বশেষ খবর