সোমবার, ২৬ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

ইশতেহারে নদী রক্ষার অঙ্গীকার দাবি

নিজস্ব প্রতিবেদক

পরিবেশবাদীরা বলেছেন, ‘রাজনৈতিক অঙ্গীকার’ ছাড়া নদীর দূষণ, ভাঙন, নাব্য সংকট দূর করা যাবে না। বরং দখল-দূষণ, ভরাট-ভাঙনের কারণে নদীগুলো নিশ্চিহ্ন হয়ে যাবে। তাই রাজনৈতিক দলের নির্বাচনী ইশতেহারে নদী রক্ষার সুস্পষ্ট অঙ্গীকার অন্তর্ভুক্ত করার দাবি জানান তারা।

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গতকাল অনুষ্ঠিত নদী বাঁচাও আন্দোলনের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ দাবি জানানো হয়। সভায় জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ড. মুজিবুর রহমান হাওলাদার বলেন, নদী রক্ষায় কমিশনকে বিশেষ ক্ষমতা দিতে হবে যাতে     নদী রক্ষায় কমিশন সরাসরি ভূমিকা রাখতে পারে। প্রত্যেক জেলার প্রশাসকরা ইচ্ছা করলে এক সপ্তাহের মধ্যে সব নদী উদ্ধার করতে পারেন। বিশিষ্ট লেখক ও গবেষক সৈয়দ আবুল মকসুদ বলেন, নদী দূষণ রক্ষায় প্রত্যেককেই যার যার জায়গা থেকে ভূমিকা রাখতে হবে। সভায় আরও বক্তব্য রাখেন জাতীয় নদী গবেষণা ইনস্টিটিউটের পরিচালক ড. মো. লুৎফর রহমান, বিশিষ্ট পরিবেশবিদ মিহির বিশ্বাস, নদী গবেষণা ইনস্টিটিউটের সাবেক ডিজি মো. সাজেদুর রহমান। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অধ্যাপক মো. আনোয়ার সাদত, স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আনোয়ার হোসেন।

 

সর্বশেষ খবর