সোমবার, ২৬ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা
জামালপুর-১

নূর মোহাম্মদ মনোনয়ন পাওয়ায় এলাকায় উল্লাস

জামালপুর প্রতিনিধি

জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনে নূর মোহাম্মদ ও বর্তমান এমপি আবুল কালাম আজাদকে মনোনয়নের চিঠি দিয়েছে আওয়ামী লীগ। দুজনই দলীয় সভানেত্রী শেখ হাসিনা স্বাক্ষরিত দলীয় মনোনয়নের চিঠি পেয়েছেন। কিন্তু দুজনকে মনোনয়নের চিঠি দেওয়া হলেও দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ আসনের আওয়ামী লীগ নেতা-কর্মী ছাড়াও সাধারণ মানুষ একাট্টা নূর মোহাম্মদের পক্ষে। নূর মোহাম্মদকে দলীয় প্রতীক নৌকা দেওয়ার দাবিতে গতকাল এই দুটি উপজেলায় মিছিল করেছে দলীয় নেতা-কমী ও সাধারণ ভোটাররা। নূর মোহাম্মদ মনোনয়ন পাওয়ায় বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ করেছেন তারা। এলাকায় উল্লাস প্রকাশ করেছেন তার সমর্থকরা। দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জ এই দুই উপজেলার আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগসহ তৃণমূলের বিভিন্ন নেতা-কর্মী ও সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, এই আসনে আবুল কালাম আজাদের গ্রহণযোগ্যতা এখন শূন্যের কোঠায়। নানা কারণে আবুল কালাম আজাদ দল ও কর্মী বিচ্ছিন্ন। তার  অসদাচারণের কারণে সাধারণ মানুষও তার প্রতি ক্ষুব্ধ। অন্যদিকে দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জ উপজেলার আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ তৃণমূলের বিভিন্ন স্তরের নেতা-কর্মী ও সাধারণ ভোটাররা তাদের প্রতিক্রিয়ায় জানিয়েছেন, নূর মোহাম্মদ মনোনয়ন পাওয়ায় শতভাগ জয়ের ব্যাপারে আশাবাদী তারা। কারণ নূর মোহাম্মদের দলীয় নেতা-কর্মী ছাড়াও সাধারণ মানুষের সঙ্গে সম্পর্ক অত্যন্ত গভীর। স্থানীয় আওয়ামী লীগ নেতা কর্মী ও ভোটাররা বলছেন সর্বশক্তি নিয়ে মাঠে নেমেও আবুল কালাম আজাদের পরাজয় ঠেকানো কঠিন হবে । এই অবস্থায় এলাকায় গ্রহণযোগ্য ও জনপ্রিয়তার বিষয়টি বিবেচনায় নিয়ে কেন্দ্রীয় নেতৃত্ব শেষ পর্যন্ত নূর মোহাম্মদকে নৌকা  দেবেন এমনটাই আশা করছেন তারা।

সর্বশেষ খবর