রবিবার, ২৩ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

ভোটের উত্তাপেই কাটবে শৈত্যপ্রবাহ!

রিয়াজ হায়দার চৌধুরী, চট্টগ্রাম

ভোটের উত্তাপেই কাটবে শৈত্যপ্রবাহ। ৩০ ডিসেম্বর ভোটের দিন পর্যন্ত শৈত্যপ্রবাহ উপেক্ষা করেই থাকছে উৎসবমুখরতা। এমন আশাবাদ বড় দুই জোটভুক্ত সবকটি দলেরই মাঠের কর্মীদের। চলতি সপ্তাহজুড়েই দেশব্যাপী শৈত্যপ্রবাহ থাকবে বলে আবহাওয়া অফিস জানিয়েছে। আর রাজনীতিবিদরা মনে করেন, শৈত্যপ্রবাহের তীব্রতাকে হার মানাবে নির্বাচনের হল্কা। সব দলের অংশগ্রহণেই হচ্ছে এবারের নির্বাচন।  একে ঘিরে মাঠে যতই শঙ্কা থাকুক না কেন উৎসবমুখরতায়  ভাটা পড়েনি। 

বিদ্রোহ, বিপ্লব ও মুক্তি আন্দোলনের অঞ্চল চট্টগ্রামের কথাই ধরা যাক। প্রাত্যহিক কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলেও চট্টগ্রাম বিভাগের ১১টি জেলার সবকটিতেই আছে দারুণ  উৎসবমুখরতা। প্রশাসনও ব্যাপক সতর্ক শান্তিপূর্ণ ভোটের পরিবেশ নিশ্চিতে। অতীতের ঝুঁকিপূর্ণ কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়ার পরিবেশও আগের চেয়ে ভালো বলে জানালেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার আবদুল মান্নান। চট্টগ্রাম জেলাতেই আছে ১৬টি সংসদীয় আসন। এর বাঁশখালী, সীতাকুণ্ড, ফটিকছড়ি খানিকটা তেতে উঠলেও বড় ধরনের কোনো নাশকতা ঘটেনি। শৈত্যপ্রবাহ কী উবে যাবে নির্বাচনী উৎসবের উষ্ণতায়? এমন প্রশ্নে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার আবদুল মান্নান মনে করেন, নির্বাচনী মিছিল স্লোগান এমনিতেই শীতকে দূরে ঠেলে দেয়। তার ওপর গেল দুই তিন দিনে রোদের বিকিরণ শৈত্যপ্রবাহ যেন ঠেকিয়ে দিয়েছে। প্রার্থীদের প্রচারণা, ভোটারদের আগ্রহসহ নির্বাচনী মাঠের উৎসবমুখরতার উত্তাপ আগামী ৩০ ডিসেম্বর পর্যন্তই যেন শীতকে পরাভূত করবে। তিনি চট্টগ্রামে সামগ্রিক নির্বাচনী পরিবেশ ইতিবাচক বলে জানান। এদিকে চট্টগ্রামের ক্ষমতাসীন মহাজোট নেতা ও  সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেন, এবারের নির্বাচনী পরিবেশ অতীতের চেয়ে অনেক ভালোই।  আওয়ামী লীগ প্রার্থীদের হয়ে ঘরে ঘরে নিজের প্রচারণার অভিজ্ঞতার আলোকে মেয়র বলেন, ভোটার এমনকি বিএনপির প্রার্থীদেরও নির্বাচনী উৎসবমুখরতার কমতি নেই। এই আমেজ নিঃসন্দেহে শীতের জড়তা কাটাবে।  চট্টগ্রাম মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি ও চান্দগাঁও-বোয়ালখালী আসনের যুক্তফ্রন্ট প্রার্থী আবু সুফিয়ান নির্বাচনের উৎসবমুখরতার উত্তাপের কথা স্বীকার করেই বলেছেন, গণসংযোগ ব্যাপকভাবেই চলছে। ভোটারদের বাড়ি বাড়ি ছুটে গিয়ে গণসংযোগের তীব্র উত্তাপে ফ্যানের নিচে বসে বিরতি নিচ্ছেন জানিয়ে সুফিয়ান আরও বলেন, তবে মানুষের আতঙ্ক কাটেনি। ভোট দিতে যেতে পারবে কিনা তা নিয়েই এই আতঙ্ক বলে দাবি এই বিএনপি নেতার।

অন্যদিকে আওয়ামী লীগ নেতা-কর্মীরা বলছেন আতঙ্ক সৃষ্টি গুজব রটানো বিএনপির ভোট বানচালের ষড়যন্ত্র।

সর্বশেষ খবর