রবিবার, ২৩ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা
খুলনা

জয়-পরাজয়ে ফ্যাক্টর ৯ লাখ নারী ভোটার

সামছুজ্জামান শাহীন, খুলনা

একাদশ সংসদ নির্বাচনে খুলনার ছয়টি আসনে আলোচনায় রয়েছেন নারী ভোটাররা। এখানে জয়-পরাজয় নির্ধারণে ভূমিকা রাখবেন প্রায় ৯ লাখ নারী ভোটার। প্রার্থীরা নারী ভোটারের ভোট টানতে নানা কৌশল নিয়েছেন। পাশাপাশি পছন্দমতো প্রার্থীকে ভোট দিতে নারীকে সাহস জোগাতে কাজ করছে কয়েকটি নাগরিক সংগঠন। জানা যায়, একাদশ সংসদ নির্বাচনে খুলনায় নারী ভোটার বেড়ে হয়েছে ৮ লাখ ৯৮ হাজার ১ জন। এর মধ্যে ১ লাখ ৭৮ হাজার ৩৪ জন নতুন নারী ভোটার প্রথম ভোট দেবেন। ২০১৪ সালে দশম সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় তাদের অনেকে     ভোট দিতে পারেননি। এদিকে খুলনায় মোট ভোটারের প্রায় অর্ধেক নারী ভোটার পাশে পেতে রাজনৈতিক দলগুলো নানা কৌশল হাতে নিলেও নাগরিক সংগঠনগুলো সুষ্ঠু নির্বাচনী পরিবেশ সৃষ্টির পক্ষে।  নারীনেত্রী শামিমা সুলতানা শীলু বলেন, বিভিন্ন পর্যায়ের নির্বাচনে খুলনায় ভোট কেন্দ্রে পুরুষদের তুলনায় নারী ভোটারের উপস্থিতি বেশি দেখা যায়। তাই ফলাফল নির্ধারণে বড় ফ্যাক্টর তারা। কিন্তু ভোট প্রদানের সিদ্ধান্তের ক্ষেত্রে নানা প্রতিবন্ধকতায় পড়তে হয় নারী ভোটারদের। অধিকাংশ ক্ষেত্রে স্বামী-সন্তান, কর্মক্ষেত্রের প্রধান ও এলাকার রাজনৈতিক প্রভাবশালীদের কথামতো নারীকে ভোট দিতে হয়। এ ছাড়া নির্বাচনী সহিংস পরিবেশ নারীদের ভোট প্রদানে বড় বাধা। খুলনা সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজের শিক্ষার্থী সাদিয়া আফরিন বলেন, এবার প্রথমবারের মতো ভোট দেব। দক্ষিণাঞ্চলের উন্নয়নে কোন রাজনৈতিক দল কী করেছে, তরুণদের কর্মসংস্থান ও সাধারণ মানুষ কীভাবে শান্তিতে থাকতে পারবে সবকিছু বিবেচনায় আনব। খুলনার বিএল কলেজের শিক্ষার্থী শারমীন সুলতানা বলেন, দেশের উন্নয়ন ও দাবি বাস্তবায়নে ভূমিকা রাখতে পারবেন নির্বাচনে এমন প্রার্থীকেই তরুণরা বেছে নেবে।

তবে সুশাসনের জন্য নাগরিকের (সুজন) জেলা সম্পাদক অ্যাডভোকেট কুদরত-ই খুদা বলেন, শিক্ষিত ও বয়সে তরুণ নারী ভোটাররা হয়তো ভোট দেওয়ার ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে পারবেন। কিন্তু গ্রামের পিছিয়ে পড়া জনগোষ্ঠী, অথনৈতিক দুর্বল বা নারী শ্রমিক ভোটাররা এখনো ভোট প্রদানের ক্ষেত্রে প্রভাবিত হন।

খুলনা জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা নার্গিস ফাতেমা জামিন বলেন, খুলনায় পছন্দমতো প্রার্থীকে ভোট দিতে নারীকে সাহস জোগাতে কয়েকটি নাগরিক সংগঠন কাজ করছে। একই সঙ্গে নির্বাচনে নারীর নিরাপদ অংশগ্রহণের সুযোগ সৃষ্টিতে উদ্যোগ নেওয়া হয়েছে।

সর্বশেষ খবর