রবিবার, ২৩ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

তারা হিন্দুদের শুধু সিঁড়ি হিসেবে ব্যবহার করে

—হিন্দু মহাজোট

নিজস্ব প্রতিবেদক

জাতীয় হিন্দু মহাজোট নেতৃবৃন্দ অভিযোগ করেছেন, আওয়ামী লীগ সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের দাবি পূরণে আন্তরিক নয়; তারা হিন্দু সম্প্রদায়কে শুধু ক্ষমতায় বসার সিঁড়ি হিসেবে ব্যবহার করতে চায়। অন্যদিকে বিএনপি বা জাতীয় ঐক্যফ্রন্টও হিন্দুদের প্রতিনিধিত্ব প্রতিষ্ঠায় আন্তরিকতা দেখায়নি।

জাতীয় প্রেস ক্লাবে গতকাল বিভিন্ন রাজনৈতিক দলের নির্বাচনী ইশতেহার ও সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের আশা-হতাশা ও নির্বচনী ভাবনা নিয়ে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট আয়োজিত সংবাদ সম্মেলনে তারা এসব অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন হিন্দু মহাজোটের মহাসচিব অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিক। উপস্থিত ছিলেন হিন্দু মহাজোটের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট দীনবন্ধু রায়, সিনিয়র সহসভাপতি ড. সোনালী দাস, ডা. মৃত্যুঞ্জয় রায়, অ্যাডভোকেট বি বি গোস্বামী, প্রদীপ কুমার পাল, মিঠুরঞ্জন দেব, প্রধান সমন্বয়কারী বিজয় ভট্টাচার্য, সমন্বয়কারী অ্যাডভোকেট তারকচন্দ্র রায় প্রমুখ। সংবাদ সম্মেলনে আরও বলা হয়, আওয়ামী লীগ হিন্দু সম্প্রদায়ের শতভাগ ভোট আশা করলেও নির্বাচনী ইশতেহারে আমাদের প্রধান দাবি দুটির প্রতি কর্ণপাত করেনি, প্রতিশ্রুতি দেয়নি। বিএনপি নির্বাচনী ইশতেহারে হিন্দু সম্প্রদায়ের দ্বিতীয় দাবি ‘সংখ্যালঘুবিষয়ক মন্ত্রণালয়’ প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিলেও প্রতিনিধিত্ব প্রতিষ্ঠায় আন্তরিকতা দেখায়নি। অর্থাৎ আগামীতে যে দলই ক্ষমতায় আসুক সংখ্যালঘু সম্প্রদায় তাদের প্রতিনিধিত্ব থেকে বঞ্চিত হবে। এজন্য তারা জাতীয় সংসদে সংরক্ষিত আসন ও পৃথক নির্বাচনব্যবস্থা পুনঃ প্রতিষ্ঠা এবং একটি সংখ্যালঘুবিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠার পাশাপাশি স্বাধীন সংখ্যালঘু কমিশন প্রতিষ্ঠার দাবি জানান।

সর্বশেষ খবর