চট্টগ্রামের সীতাকুন্ডে ফৌজদারহাটের আবদুল্লাহ ঘাটের বিদ্যুৎ অফিসের পাশে ভাঙা জাহাজ থেকে সংগ্রহ করা তেলের একটি ডিপোতে ভয়াবহ অগ্নিকা- ঘটেছে। গতকাল দুপুরে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস চারটি ইউনিট দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশেই ফৌজদারহাটের আবদুল্লাহ ঘাট এলাকার ওই ডিপোতে পুরনো জাহাজ ভাঙা শিল্প থেকে পাওয়া তেল মজুদ ও বিক্রি করা হতো।
ফায়ার সার্ভিস চট্টগ্রামের বিভাগীয় উপ-সহকারী পরিচালক জসিম উদ্দিন বলেন, ‘ডিপোতে দাহ্য পদার্থ থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি এবং ক্ষতিও নিরুপণ করা সম্ভব হয়নি।’