সোমবার, ৮ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

বাজেটে সমতা আনতে জাগরণ প্রয়োজন

-ডা. রশীদ-ই-মাহবুব

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন-বিএমএ’র সাবেক সভাপতি ডা. রশীদ-ই-মাহবুব বলেছেন- সমতার ভিত্তিতে বাজেট তৈরি করতে জনগণের জাগরণ প্রয়োজন। এ নিয়ে রাজনীতিবিদরা কী চিন্তা করেন, জানি না। তবে দেশে সুশাসন ও একটা জনবান্ধব সরকার হবে, সেটা আমরা দেখছি না। এক্ষেত্রে আমাদের একটা ভূমিকা আছে। গতকাল রাজধানীর সিরডাপ মিলনায়তনে বেসরকারি সংস্থা ‘গণতান্ত্রিক বাজেট আন্দোলন’ আয়োজিত প্রাক-বাজেট মতিবিনিময় সভায় এ সব কথা বলেন তিনি। সংগঠনটির সহসভাপতি আবুল কালাম   আজাদের সভাপতিত্বে মতবিনিময় সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন গণতান্ত্রিক বাজেট আন্দোলনের গবেষণা সম্পাদক মনোয়ার মোস্তফা। সঞ্চালন করেন অ্যাকশনএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ্ কবীর। বক্তব্য দেন, নারী নেত্রী রোকেয়া কবীর, বাসদ নেতা রাজেকুজ্জামান রতন, এলজিইডির প্রাক্তন প্রধান প্রকৌশলী ইঞ্জিনিয়ার মো. নুরুউল্লাহ প্রমুখ। ডা. রশীদ-ই-মাহবুব বলেন- স্বাস্থ্য খাতে সরকার অনেক কথা বলছে। বেসরকারি স্বাস্থ্য খাত নিয়ন্ত্রণে সরকার এখনো একটা কার্যকর ব্যবস্থা দাঁড় করাতে পারেনি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর