মঙ্গলবার, ৩০ জুলাই, ২০১৯ ০০:০০ টা

ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু

নিজস্ব প্রতিবেদক

আসছে ঈদ, সবার সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে যেতে হবে বাড়ি। তাই রবিবার রাত থেকেই অনেকে কমলাপুরসহ রাজধানীর ৫ রেলস্টেশনে ট্রেনের টিকিট পাওয়ার প্রতীক্ষায় অবস্থান নেন। গতকাল থেকে শুরু হয়েছে ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের আগাম টিকিট বিক্রি। সকাল ৯টা থেকে দ্বিতীয়বারের মতো রাজধানীর ৫টি রেলস্টেশন থেকে একযোগে টিকিট বিক্রি শুরু হয়। প্রথম দিনে বিক্রি হয় আগামী ৭ আগস্টের টিকিট। এবারও অর্ধেক টিকিট বিক্রি হচ্ছে কাউন্টার থেকে, আর বাকি অর্ধেক অনলাইন ও অ্যাপসে। আগাম টিকিট বিক্রি চলবে শুক্রবার পর্যন্ত। কমলাপুর ছাড়াও বনানী, বিমানবন্দর, তেজগাঁও ও ফুলবাড়িয়া পুরাতন রেলওয়ে স্টেশন থেকে এসব টিকিট বিক্রি শুরু হয়েছে। আজ দেওয়া হবে ৮ আগস্টের টিকিট।

এ ছাড়া ৩১ জুলাই ৯ আগস্টের, ১ আগস্ট ১০ আগস্টের এবং ২ আগস্ট পাওয়া যাবে ১১ আগস্টের টিকিট। ফিরতি টিকিট ৫ থেকে ৯ আগস্ট পর্যন্ত দেওয়া হবে। কমলাপুর রেলস্টেশন পরিদর্শনে গিয়ে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন জানান, এবারের ঈদযাত্রা নিরাপদ করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। অতিরিক্ত চাপের কারণে সার্ভার ধীরগতিতে কাজ করছে। এবারও শিডিউল বিপর্যয়ের আশঙ্কা করেন তিনি। কমলাপুর রেলস্টেশনে দেখা যায়, অপেক্ষার দীর্ঘ প্রহর পেরিয়ে টিকিট নামের সোনার হরিণ পেয়ে মুহূর্তেই শেষ হয়ে যায় সব কষ্ট। তবে আগাম বিক্রির প্রথম দিনে স্টেশনে লোকজনের ভিড় তুলনামূলক কম ছিল। এখানে দেওয়া হয় উত্তরবঙ্গের টিকিট। রাজশাহীর বনলতা এক্সপ্রেস, ধূমকেতু এক্সপ্রেস, পদ্মা এক্সপ্রেস ও সিল্ক সিটি, খুলনার সুন্দরবন এক্সপ্রেস, চিত্রা এক্সপ্রেস ও ঈদ স্পেশাল, পঞ্চগড়গামী দ্রুতযান এক্সপ্রেস, একতা এক্সপ্রেস ও পঞ্চগড় এক্সপ্রেসের টিকিট দেওয়া হয়। বেনাপোলের টিকিটও এখান থেকে দেওয়া হবে। পাওয়া যায় চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেসের টিকিট। এছাড়া রংপুর এক্সপ্রেস, লালমনি এক্সপ্রেস ও লালমনিরহাট ঈদ স্পেশালের টিকিট পাওয়া যায় এখানে। মোট ১৬টি ট্রেনের টিকিট দেওয়া হয়। এর টিকিট সংখ্যা ১৪ হাজার ৯৫। এর মধ্যে অনলাইনে দেওয়া হয় ৯ হাজার ৪৪৪টি টিকিট, বাকি টিকিট বিক্রি হচ্ছে কাউন্টার থেকে। স্টেশন সূত্র জানায়, অ্যাপের মাধ্যমে প্রতিদিন ১০ হাজার টিকিট বিক্রি হবে। গতকাল দুপুর পর্যন্ত ৮ হাজারের অধিক টিকিট বিক্রি হয়। বাকি টিকিট অ্যাপের মাধ্যমে বিক্রি না হলে সেগুলো কাউন্টারে দিয়ে দেওয়া হবে।

সর্বশেষ খবর