শনিবার, ৩ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

এডিস মশা নির্মূলে সবাইকে সচেতন হওয়ার আহ্বান আতিকের

নিজস্ব প্রতিবেদক

ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম বলেছেন, ৫ আগস্ট থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মশক কর্মীদের জিপিএস (গ্লোবাল পজিশনিং সিস্টেম) ডিভাইসের আওতায় আনা হচ্ছে। এ ছাড়া এডিস মশা নির্মূলে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

গতকাল রাজধানীর উত্তরায় ৪ নং কল্যাণ সমিতি আয়োজিত এক সচেতনতামূলক অনুষ্ঠানে তিনি এ কথা জানান। এ সময় কল্যাণ সমিতির সভাপতি মেজর (অব.) আনিসুর রহমান, সাধারণ সম্পাদক  কামাল হোসেনসহ সেক্টরের অধিবাসীরা উপস্থিত ছিলেন। ডেঙ্গু পরিস্থিতি থেকে সেক্টরে বসবাসকারীদের সচেতন করতে বের করা হয় একটি বর্ণাঢ্য র‌্যালি। এ ছাড়া নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল ও কলেজের শিক্ষক-শিক্ষার্থী, উত্তরা রোটারি ক্লাব, উত্তরা উইমেন্স ক্লাব, উত্তরা ইয়াগো সোসাইটি, ক্লাব ফর্টি প্লাসের সদস্যরা র‌্যালিতে অংশগ্রহণ করেন। কল্যাণ সমিতির কার্যালয় থেকে শুরু হয়ে র‌্যালিটি সেক্টরের বিভিন্ন সড়ক ঘুরে ৬ নম্বর সেক্টরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে গিয়ে শেষ হয়। অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ড. জাফর উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর