মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

আসামি ছেড়ে ইয়াবা ভাগাভাগি পাঁচ পুলিশ রিমান্ডে

আদালত প্রতিবেদক

আসামি ছেড়ে ইয়াবা ভাগাভাগি পাঁচ পুলিশ রিমান্ডে

আসামি ছেড়ে দিয়ে আটক ইয়াবা ভাগবাটোয়ারা ও বিক্রির প্রস্তুতির সময় গ্রেফতার পাঁচ পুলিশ সদস্যকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছে আদালত। গতকাল ঢাকার উত্তরা পূর্ব থানায় মাদক আইনের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের আবেদন শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম কনক বড়ুয়া তিনজনকে তিনদিন করে ও দুইজনকে দুইদিন করে রিমান্ডে নেওয়ার আদেশ দেন। এদের মধ্যে গুলশান থানার এএসআই মাসুদ আহমেদ মিয়াজী (৪৪), এপিবিএনের কনস্টেবল প্রশান্ত ম ল (২৩) ও নায়েক মো. জাহাঙ্গীর আলমকে (২৭) তিন দিন করে এবং এপিবিএনের কনস্টেবল মো. রনি মোল্লা (২১) ও কনস্টেবল মো. শরিফুল ইসলামকে (২৩) দুই দিন করে রিমান্ড দেন।

মামলা সূত্রে জানা গেছে, গুলশান থানার গুদারাঘাট এলাকায় গত ১১ সেপ্টেম্বর চেক পোস্টে দায়িত্ব পালনকালে এক মোটরসাইকেল আরোহীকে তল্লাশি করে ৫৫২ পিস ইয়াবা পায়। এ সময় অভিযুক্ত পুলিশ সদস্যরা ইয়াবাগুলো রেখে তাকে ছেড়ে দেয়। পরে উত্তরার এপিবিএন-১ সদর দফতরের ব্যারাক ভবনের চতুর্থ তলার বাথরুমের সামনে ইয়াবা ভাগবাটোয়ারার সময় বিষয়টি ফাঁস হয়ে যায়। এ ঘটনায় উত্তরা পূর্ব থানায় মামলা হয়।

সর্বশেষ খবর