মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

পুলিশকে জনবান্ধব করতে চাই

---- জিএমপি কমিশনার

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. আনোয়ার হোসেন বলেছেন, মহানগরীতে মাদক, ছিনতাই, চাঁদাবাজি, কিশোর গ্যাং এবং পরিবহনে নৈরাজ্যসহ সব ধরনের অপরাধ মোকাবিলায় পুলিশ সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। মাদকের বিস্তার রোধে পুলিশ অভিযান চালাচ্ছে। জনগণের সহযোগিতা পেলে মহানগরীকে মাদকমুক্ত, যানজটমুক্ত, পরিচ্ছন্ন নগরীতে পরিণত করতে পারব। তিনি বলেন, আমরা প্রধানমন্ত্রীর প্রত্যাশা অনুযায়ী পুলিশকে সত্যিকার অর্থে জনবান্ধব পুলিশে পরিণত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছি।    গাজীপুর মেট্রোপলিটন পুলিশের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে গতকাল সকালে তার কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এ সময় জিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আজাদ মিয়া, উপ-পুলিশ কমিশনার কে এম আরিফুল হক উপস্থিত ছিলেন। এদিকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুপুরে সদর থানা প্রাঙ্গণে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। সুধী সমাবেশে বক্তব্য রাখেন জিএমপি কমিশনার মো. আনোয়ার হোসেন, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট ওয়াজ উদ্দিন মিয়া, যুগ্ম সম্পাদক আতাউল্লাহ ম ল, সদর থানার ওসি ইজাজ শফি প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর