মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

তিন দেশ থেকে আসছে পিয়াজ

নিজস্ব প্রতিবেদক

তিন দেশ থেকে আসছে পিয়াজ

পার্শ্ববর্তী ভারত রপ্তানিমূল্য বাড়িয়ে দেওয়ার পর মিসর, তুরস্ক ও মিয়ানমার থেকে পিয়াজ আমদানির উদ্যোগ নিয়েছেন ব্যবসায়ীরা। এরই মধ্যে এলসি খোলা হয়েছে। খুব শিগগিরই ওই তিন দেশ থেকে বাংলাদেশে পিয়াজের চালান আসবে। ফলে পণ্যটির দাম দ্রুত কমে আসবে। গতকাল সচিবালয়ে বাণিজ্য সচিব ড. জাফর উদ্দিনের সঙ্গে বৈঠকে এই আশ্বাস দেন পিয়াজ ব্যবসায়ীরা। বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে সচিব ব্যবসায়ীদের নৈতিকতার সঙ্গে ব্যবসা পরিচালনার তাগিদ দেন।

সভায় বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শফিকুল ইসলাম, অতিরিক্ত সচিব (আইআইটি) শাখাওয়াত হোসেন, টিসিবির  চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. জাহাঙ্গীর, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক বাবলু কুমার সাহা, ট্যারিফ কমিশনের সদস্য আবু রায়হান আল-বেরুনী, চট্টগ্রামের খাতুনগঞ্জ পাইকারি বাজারের ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হাজী মো. ইদ্রিস, ব্যবসায়ী       জাহাঙ্গীর আলম, মিজানুর রহমান, শ্যামবাজারের পিয়াজ আমদানিকারক হাজী  মো. মাজেদ, হাবিবুর রহমান, হাফিজুর রহমান, নারায়ণ চন্দ্র রায়, উত্তম কুমার সাহা, আবদুল মান্নান প্রমুখ উপস্থিত ছিলেন। বাণিজ্য সচিব পিয়াজ আমদানিকারক, পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের কাছে পণ্যটির আমদানি, মজুদ ও মূল্য পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে ব্যবসায়ীরা জানান, বর্তমানে পিয়াজের যে বাড়তি দাম, এটি সাময়িক। ভারতের পাশাপাশি মিয়ানমার, মিসর ও তুরস্ক থেকে পিয়াজ আমদানি করা হচ্ছে। স্থানীয় বাজারে পিয়াজের সরবরাহ বেড়েছে, আমদানিও বাড়ছে। সরকারের চলমান সহযোগিতা অব্যাহত থাকায় পিয়াজের বাজার দ্রুত স্বাভাবিক হয়ে আসছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর