মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

সিলেট চেম্বারের শীর্ষ নেতৃত্বে তারা তিনজন

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি, সিনিয়র সহ-সভাপতি ও সহ-সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন সম্মিলিত ব্যবসায়ী পরিষদের তিন নেতা। গতকাল বিকালে তাদের বিজয়ী ঘোষণা করে নির্বাচন পরিচালনা বোর্ড। এ তিনটি পদে সিলেট ব্যবসায়ী পরিষদের প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার করায় অপর প্যানেলের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হন। বিজয়ীরা হলেন সভাপতি আবু তাহের মোহাম্মদ শোয়েব, সিনিয়র সহ-সভাপতি          চন্দন সাহা ও সহ-সভাপতি তাহমিন আহমদ। চেম্বার সূত্রে জানা গেছে, গত শনিবার সিলেট চেম্বারের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে পরিচালক নির্বাচিত হন ২২ জন। গঠনতন্ত্র অনুসারে পরিচালকদের মধ্য থেকেই সভাপতি, সিনিয়র সহ-সভাপতি ও সহ-সভাপতি নির্বাচিত হবেন। এজন্য গত রবিবার সম্মিলিত ব্যবসায়ী পরিষদের ওই তিন নেতা এবং সিলেট ব্যবসায়ী পরিষদের এহতেশামুল হক চৌধুরী, সাহিদুর রহমান ও আবদুর রহমান জামিল যথাক্রমে ওই তিনটি পদে মনোনয়নপত্র দাখিল করেন। সিলেট চেম্বারের নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান নাসির উদ্দিন খান জানান, সিলেট ব্যবসায়ী পরিষদের তিন প্রার্থী গতকাল মনোনয়নপত্র প্রত্যাহার করে নিলে অপর প্যানেলের তিনজনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।

 

সর্বশেষ খবর