রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

স্বচ্ছতা-জবাবদিহিতা নিশ্চিতে তথ্য আইন বাস্তবায়ন জরুরি

নিজস্ব প্রতিবেদক

প্রধান তথ্য কমিশনার মরতুজা আহমদ বলেছেন, দেশে এখনো সবার জন্য তথ্য অধিকার নিশ্চিত করা সম্ভব হয়নি। সবার তথ্য অধিকার নিশ্চিত করতে হলে আমাদের এখনো অনেক কাঠখড় পোড়াতে হবে। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সমাজের সর্বস্তরে তথ্য অধিকার আইনের বাস্তবায়ন ঘটাতে হবে। জনগণের সক্ষমতা নিশ্চিত করতে হলে এ    আইন প্রয়োগের বিকল্প নেই। গতকাল জাতীয় প্রেস ক্লাবে ‘আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০১৯’ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। তথ্য কমিশনার বলেন, জনগণের জীবনমান উন্নত করা এবং উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে তথ্য অধিকার নিশ্চিত করার বিকল্প নেই। তথ্য অধিকার আইনটি ব্যাপক প্রয়োগের মাধ্যমে গণজোয়ার তৈরি করে জনসচেতনতা বাড়াতে হবে। এটি তথ্য কমিশনের একার পক্ষে সম্ভব নয়। তথ্য কমিশন ইতিমধ্যেই সারা দেশে প্রশিক্ষণসহ নানা কার্যক্রম বাস্তবায়ন করছে। জনগণের তথ্য জানার আগ্রহ এবং প্রয়োজনকে মাথায় রেখে সরকারের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে তথ্য অধিকার আইনের বাস্তবায়ন জরুরি। এ জন্য জনগণকে সচেতন করার পাশাপাশি তথ্য প্রদানকারীর সুরক্ষার জন্য সাক্ষী সুরক্ষা আইনের মতো আলাদা আইন করা প্রয়োজন। সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন প্রেস ক্লাব সভাপতি মো. সাইফুল আলম, তথ্য কমিশনার সুরাইয়া বেগম, তথ্য কমিশনের সচিব মো. তৌফিকুল আলম, প্রধান তথ্য কর্মকর্তা সুরথ কুমার সরকার প্রমুখ।

 

 

সর্বশেষ খবর