রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

আনন্দ র‌্যালিতে যোগ না দেওয়ায় কুবি হলে ছাত্রলীগের তালা

কুমিল্লা প্রতিনিধি

ছাত্রাবাসে তালা লাগিয়ে শিক্ষার্থীদের শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে র‌্যালিতে যোগদানে বাধ্য করার অভিযোগ উঠেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়-কুবির কাজী নজরুল ইসলাম হল শাখা ছাত্রলীগ নেতা-কর্মীদের বিরুদ্ধে।

জানা যায়, গতকাল বেলা আড়াইটার দিকে কাজী নজরুল ইসলাম হল থেকে ছাত্রলীগ নেতা-কর্মীরা আনন্দ মিছিল নিয়ে ক্যাম্পাসে যাওয়ার সময় হলে থাকা শিক্ষার্থীদের মিছিলে যোগ দিতে বার বার ডাকতে থাকেন। হলের বেশ        কয়েকজন আবাসিক শিক্ষার্থী পড়াশোনা ও ব্যক্তিগত কাজে ব্যস্ত থাকায় তারা মিছিলে অংশ নেননি। তখন হল শাখা সভাপতি ইমরান হোসাইনের উপস্থিতিতেই হলটির গেটে তালা লাগিয়ে দেন নেতা-কর্মীরা। হলের সিকিউরিটি গার্ড মো. জাহাঙ্গীরের কাছ থেকে আগেই ধমকিয়ে চাবি নিয়ে যাওয়া হয়েছিল। নেতা-কর্মীরা মিছিল শেষ করে আসা পর্যন্ত গেট বন্ধ রাখতে বাধ্য করেন গার্ডকে। এর আগেও বিভিন্ন সময় হলে তালা দিয়ে জোরপূর্বক সাধারণ শিক্ষার্থীদের ছাত্রলীগের মিছিলসহ বিভিন্ন অনুষ্ঠানে নেওয়ার অভিযোগ রয়েছে শাখা ছাত্রলীগের বেশ কয়েকজন নেতা-কর্মীর বিরুদ্ধে। হলে অবস্থানরত বেশ কয়েকজন শিক্ষার্থী জানান, পরীক্ষা ও ব্যক্তিগত কাজের কারণে অনেকে মিছিলে যাননি। হলের ডাইনিং বন্ধ থাকায় দুপুরে খাবার খেতে নিচে গেলে গেটে তালা দেখে ফিরে আসেন তারা। কাজী নজরুল ইসলাম হল শাখা ছাত্রলীগ সভাপতি ইমরান হোসাইন বলেন, ‘আমি তখন হলে ছিলাম না, এ ঘটনার আগে আমি ক্যাম্পাসে চলে যাই।’ এ বিষয়ে শাখা ছাত্রলীগ সভাপতি ইলিয়াস হোসেন সবুজ বলেন, ‘আমি বিষয়টি শুনেই সঙ্গে সঙ্গে তালা খুলে দিতে বলেছি। হলের সব শিক্ষার্থী তো আর ছাত্রলীগের রাজনীতি করেন না।’

সর্বশেষ খবর