শিরোনাম
শুক্রবার, ২৫ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা
মায়ের আকুতি

নুসরাত হত্যার বিচার হলে তনুর কেন হবে না

মহিউদ্দিন মোল্লা, কুমিল্লা

ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত হত্যার ছয় মাসের মধ্যে ১৬ আসামির মৃত্যুদণ্ড  দিয়েছে আদালত। তবে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনু হত্যার দীর্ঘ সাড়ে তিন বছর পার হলেও খুনি শনাক্ত হয়নি। নেই মামলার উল্লেখযোগ্য অগ্রগতি। তনুর খুনি চিহ্নিত না হওয়ায় ক্ষুব্ধ তনুর পরিবার এবং কুমিল্লার বিশিষ্টজনরা। এ বিষয়ে তনুর মা বলেন, নুসরাতের হত্যার বিচার এত কম সময়ে হলে তনু হত্যার বিচার  কেন হবে না? তনুর পারিবারিক সূত্র জানায়, ২০১৬ সালের ২০ মার্চ সন্ধ্যায় কুমিল্লা সেনানিবাসের ভিতরে একটি বাসায় টিউশনি করতে গিয়ে আর ফেরেননি তনু। অনেক খোঁজাখুঁজি করে রাতে বাসার অদূরে সেনানিবাসের ভিতর একটি জঙ্গলে তনুর লাশ পান স্বজনরা। সাংবাদিক মোহাম্মদ ফজলে রাব্বী সংসদের সহসভাপতি ডা. গোলাম শাহজাহান বলেন, নুসরাতের হত্যাকারীদের দ্রুত সময়ে সাজা দেওয়া ন্যায়বিচারের একটি মাইলফলক। তার মতো তনুর হত্যাকারীরাও সাজা পাবে এমন প্রত্যাশা সবার।

তনুর মা আনোয়ারা বেগম বলেন, ‘দীর্ঘদিন ধরে সিআইডি কোনো যোগাযোগ করছে না। ১৫ দিন আগে সিআইডি অফিসে ফোন দিয়েছি। তারা দেখছেন বলে জানিয়েছেন। সারা দিন টিভিতে নুসরাত হত্যাকারীদের খবর দেখলাম। খবর দেখতে দেখতে আফসোস করেছি, তনুর হত্যাকারীদের যদি এ রকম সাজা হতো! তনুর বাবা ও আমি খুব অসুস্থ হয়ে পড়েছি। আগের মতো বিভিন্ন অফিসে যেতে পারি না। মৃত্যুর আগে মেয়ে হত্যার বিচার দেখে যেতে চাই। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে মেয়ে হত্যার বিচার চাওয়ার সুযোগ পেলে অন্তরে শান্তি পেতাম।’

মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি কুমিল্লার সিনিয়র সহকারী পুলিশ সুপার জালাল উদ্দীন আহমেদ বলেন, ‘আমাদের কাজে কোনো স্থবিরতা নেই। আমরা কাজ করে যাচ্ছি। ডিএনএ পরীক্ষা ও তা ম্যাচ করার বিষয়টি সময়সাপেক্ষ। ডিএনএর রিপোর্ট এখনো হাতে পাইনি। রিপোর্ট পেলে আমরা এগিয়ে যেতে পারব।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর