বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা
সুপ্রিম কোর্ট এলাকায় ভাঙচুর

বিএনপির ১৪ নেতার আগাম জামিন

নিজস্ব প্রতিবেদক

ঢাকার সুপ্রিম কোর্ট এলাকায় বিক্ষোভ মিছিল থেকে গাড়ি ভাঙচুর ও পুলিশের ওপর হামলার মামলায় বিএনপির ১৪ নেতাকে আট সপ্তাহের আগাম জামিন দিয়েছে হাই কোর্ট। এ ছাড়া এই সময়ের মধ্যে তাদের নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে। গতকাল বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের হাই কোর্ট বেঞ্চ এই আদেশ দেয়। জামিন পাওয়া আসামিদের কয়েকজন হলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাংবাদিক নেতা শওকত মাহমুদ, স্বেচ্ছাসেবক দল সভাপতি শফিউল বারী          বাবু, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, ছাত্রদল সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল। উল্লেখ্য, ২৬ নভেম্বর দুপুরে বিএনপি নেতা-কর্মীরা খালেদা জিয়ার মুক্তির দাবিতে সুপ্রিম কোর্টের সামনের রাস্তায় অবস্থান নেন।

এরপর পুলিশ তাদের সরিয়ে দিতে লাঠিচার্জ ও টিয়ার শেল নিক্ষেপ করে। পুলিশের ধাওয়ায় নেতা-কর্মীরা পালানোর সময় রাস্তায় বেশকিছু গাড়ি ভাঙচুর করে। এ ঘটনায় দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৫০০ নেতা-কর্মীর বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা করে পুলিশ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর