রবিবার, ২৯ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

বাসচাপায় আহত ট্রাফিক পুলিশ সদস্যের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর গাবতলীতে বাসচাপায় আহত ট্রাকিফ পুলিশের সার্জেন্ট মামুন মিয়া দুই দিন মৃত্যুর সঙ্গে  লড়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। গতকাল সকালে রাজধানীর জাতীয় নিউরো সায়েন্স ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ওই ঘটনায় আহত এক পথচারীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ বলছে, ঘটনার পর ওয়েলকাম পরিবহনের বাসটি জব্দ করা হলেও বাসটির চালক ও সহকারী  পলাতক রয়েছে। মামুনের সহকর্মী ট্রাফিক পুলিশের সার্জেন্ট ঝোটন শিকদার জানান, গত বৃহস্পতিবার রাতে তারা গাবতলীতে দায়িত্বরত ছিলেন। সেখানে একটি সিগন্যাল নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করছিলেন মামুন। সিগন্যালে একটি বাস থামানোর জন্য তিনি সংকেত দেন। কিন্তু সংকেত অমান্য করে তাকে চাপা দেন ওয়েলকাম পরিবহন নামে একটি বাসের চালক। পরে বাসটি এক পথচারীকে চাপা দিয়ে সিগন্যালে থাকা একটি ট্রাকের সঙ্গে গিয়ে ধাক্কা খায়। আহত অবস্থায় মামুনকে প্রথম স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তাকে জাতীয় নিউরো সায়েন্স ইনস্টিটিউট ও হাসপাতালে নেওয়া হয়।

সেখানে আইসিইউতে (নিবিড় পরিচর্যা কেন্দ্রে) চিকিৎসাধীন অবস্থায় গতকাল সকালে মামুন মারা যান।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর