সোমবার, ২ মার্চ, ২০২০ ০০:০০ টা
পত্রিকা অফিসে ডা. শাহাদাত

মতপার্থক্য দূর করতে সভা করবে বিএনপি

চসিক
নির্বাচন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

মতপার্থক্য দূর করতে সভা করবে বিএনপি

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে গতকাল মনোনয়নপত্র যাচাই-বাছাই পর্বে জেলা শিল্পকলা একাডেমি অডিটরিয়ামে তিন মেয়র প্রার্থী আওয়ামী লীগের রেজাউল করিম চৌধুরী, বিএনপির ডা. শাহাদাত হোসেন ও জাপার সোলাইমান আলম শেঠ -দিদারুল আলম

চট্টগ্রাম সিটি নির্বাচনে নেতাদের মধ্যে মতপার্থক্য দূর করতে সমন্বয় সভা করবে বৃহত্তর চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি। সভায় তৃণমূলের নেতা-কর্মীদের পাশাপাশি কেন্দ্রীয় কমিটির চট্টগ্রামের নেতারাও উপস্থিত থাকবেন। আগামী ৪ মার্চ নগরীর একটি কমিউনিটি সেন্টারে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। ওই সভায় বিএনপির নির্বাচনী পরিচালনা ও অন্যান্য কমিটি ঘোষণা করা হবে।

বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান      শামীম বলেন, ‘আগামী ৪ মার্চ চট্টগ্রাম থেকে বিএনপির কেন্দ্রীয় পদে আছেন এমন নেতা ও চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির শীর্ষ নেতাদের নিয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হবে। ওই সভায় নির্বাচন পরিচালনা কমিটিসহ অন্য কমিটিগুলোর ঘোষণা আসতে পারে।’

ব্যস্ত সময় পার করছেন ডা. শাহাদাত : চট্টগ্রাম সিটি নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন ব্যস্ত সময় পার করছেন। গতকাল সকালে নিজ বাসায় বিভিন্ন ওয়ার্ডের নেতা-কর্মীদের নিয়ে মতবিনিময় সভা করেন তিনি। এরপর চট্টগ্রাম জেলা শিল্প একাডেমিতে নির্বাচন কমিশনের মনোনয়নপত্র বাছাই প্রক্রিয়া প্রত্যক্ষ করেন। আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী সেখানে উপস্থিত ছিলেন। বিকালে চট্টগ্রামের স্থায়ীয় কয়েকটি পত্রিকা অফিসে গিয়ে সাংবাদিকদের সঙ্গে কুশল বিনিময় করেন ডা. শাহাদাত। রাতে বিএনপি মনোনীত কাউন্সিলর প্রার্থী ও বিদ্রোহী প্রার্থীদের নিয়ে বৈঠক করার কথা রয়েছে।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর