সোমবার, ৯ মার্চ, ২০২০ ০০:০০ টা
সংলগ্ন জমিতে মার্কেট নির্মাণ

সুনামগঞ্জে শহীদ মিনার কালো কাপড়ে ঢেকে মুক্তিযোদ্ধাদের প্রতিবাদ

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন এলাকায় জেলা জজ আদালত বিভাগ কর্তৃক মার্কেট নির্মাণ করায় কালো কাপড়ে শহীদ মিনার ঢেকে প্রতিবাদ জানিয়েছেন মুক্তিযোদ্ধারা। নির্মিত মার্কেট অপসারণ ও শহীদ মিনারের জমি নিয়ে জেলা জজের নাজির কর্তৃক দায়ের করা মামলা প্রত্যাহারেরও দাবি জানিয়েছেন তারা। গতকাল বেলা ১১টায় এই প্রতিবাদ কর্মসূচি পালনের পর জেলা শহরে বিক্ষোভ মিছিল বের করেন মুক্তিযোদ্ধারা। পরে মার্কেট অপসারণের দাবি জানিয়ে প্রধানমন্ত্রী, আইনমন্ত্রী, মুুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর কাছে জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি দেওয়া হয়েছে। প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হাজী নূরুল মোমেন, সাবেক ডেপুটি কমান্ডার আবু সুফিয়ান, সাবেক সদস্য সচিব মালেক হোসেন পীর, মুক্তিযোদ্ধা আবদুল মজিদ, মুক্তিযোদ্ধা আতাউর রহমান প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর