সোমবার, ১৩ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

করোনা প্রতিরোধ যুদ্ধে মেয়র টিটু

ময়মনসিংহ প্রতিনিধি

করোনা প্রতিরোধ যুদ্ধে মেয়র টিটু

করোনা সংক্রমণ রোধে সাহসী ভূমিকা রাখছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের (মসিক) মেয়র ইকরামুল হক টিটু। প্রতিদিন চার-পাঁচ ঘন্টা নগরীর ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরে পচ্ছিন্নতার কাজে নিয়োজিত কর্মীদের কাজ তদারকি করছেন। মানুষকে ঘরে থাকতে উদ্বুদ্ধ করাসহ নানা কর্মসূচি বাস্তবায়ন করছেন।

মেয়র জানান, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত খাদ্য সহায়তা কর্মসূচির আওতায় ৬৬ মেট্রিক টন খাদ্য শস্য ৩৩টি ওয়ার্ডে কাউন্সিলরদের মাধ্যমে বিতরণ করা হয়েছে। নগরীতে প্রায় এক লাখ দুস্থ মানুষ রয়েছেন। ইতিমধ্যে ১৫ হাজার পরিবারকে নিজ উদ্যোগে সহায়তা করেছেন। যেটি অব্যাহত থাকবে। বিশেষ প্রয়োজন ছাড়া নগরবাসীকে ঘর থেকে বের না হবার অনুরোধ জানিয়ে তিনি বলেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্য এবং সবজির প্রয়োজন হলে  http://bit.ly/FoodMoodApp এই অ্যাপটি ব্যবহার করলে বাসায় গিয়ে বাজার দিয়ে আসবে। নগরীর জিরো পয়েন্ট থেকে আশপাশের তিন কিলোমিটারে থাকা সবাই এই সুবিধা পাবেন। এজন্য অতিরিক্ত কোনো টাকাও গুনতে হবে না।

সর্বশেষ খবর