সোমবার, ১৩ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

কার্গো এয়ারের অনুমোদন পেল ইউএস বাংলা

নিজস্ব প্রতিবেদক

কার্গো এয়ারের অনুমোদন পেল বেসরকারি এয়ারলাইন্স ইউএস বাংলা। করোনা দুর্যোগে দেশের আমদানি-রপ্তানি সচল রাখতেই বেসরকারি এ  এয়ারলাইন্সকে কার্গো এয়ারের অনুমোদন দেওয়া হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এয়ারলাইন্সটির চারটি বোয়িং ৭৩৭ এয়ারক্রাফটকে বেলি কার্গো হিসেবে আপদকালীন সময়ের জন্য পরিচালনা করা হবে। দুই-একদিনের মধ্যে কার্গো ফ্লাইটের উদ্বোধন করা হবে। তবে সিভিল এভিয়েশন জানিয়েছে, করোনা দুর্যোগে দেশের স্বার্থেই জরুরি চিকিৎসাসামগ্রী আনার জন্য এ ধরনের অনুমোদন দেওয়া হয়। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান জানিয়েছেন, জাতীয় দুর্যোগ বিবেচনায় কার্গো ফ্লাইটের অনুমোদন দেওয়া হয়। এদিকে গত শনিবার থাইল্যান্ড থেকে ২৮ জন বাংলাদেশি ও একটি মরদেহ দেশে ফিরিয়ে এনেছে ইউএস বাংলার বিশেষ ফ্লাইটে। জানতে চাইলে সত্যতা স্বীকার করে ইউএস বাংলার ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ আল মামুন বলেন, এ মুহূর্তে বহির্বিশ্বের সঙ্গে বাংলাদেশের সব ধরনের যোগাযোগ ব্যবস্থা বন্ধ রয়েছে। একমাত্র ইউএস বাংলা সপ্তাহে একটি করে ফ্লাইট অপারেট করছে চীনে। অন্যদিকে দেশের জাহাজ যোগাযোগ ও সাময়িক স্থগিত থাকায় বিপাকে পড়েছে দেশের আমদানি-রপ্তানি খাত। এতে করে দেশের অর্থনৈতিক অচলাবস্থার উপক্রম হয়েছে।

সর্বশেষ খবর