বুধবার, ৩ জুন, ২০২০ ০০:০০ টা

কারাগারে করোনা পরিস্থিতি জানতে চাইল হাই কোর্ট

নিজস্ব প্রতিবেদক

করোনা সংক্রমণ পরিস্থিতিতে দেশের কারাগারগুলোর সার্বিক অবস্থা সম্পর্কে জানতে চেয়ে মৌখিক আদেশ দিয়েছে হাই কোর্ট। রাষ্ট্রপক্ষের আইনজীবীদের এসব তথ্য জানাতে বলা হয়েছে। এক রিট আবেদনের শুনানি নিয়ে গতকাল বিচারপতি এম. ইনায়েতুর রহিমের ভার্চুয়াল হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। এ বিষয়ে শুনানির জন্য আগামী ১৫ জুন ফের দিন ধার্য করা হয়েছে। রিটের পক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার। গত ১৭ মে করোনাভাইরাস থেকে কারাভ্যন্তরীণ ৮৯ হাজার আসামির স্বাস্থ্যগত সুরক্ষা নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে হাই কোর্টে আইনজীবী মোহাম্মদ শিশির মনির রিট করেন।

এতে করোনাকালে দেশের সব কারাগারে বন্দী ও কারারক্ষীর স্বাস্থ্যগত সুরক্ষা নিশ্চিত করতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপারিশ বাস্তবায়নের নির্দেশনা চাওয়া হয়। এ ছাড়া বিশ্বস্বাস্থ্য সংস্থার সুপারিশের আলোকে কী কী প্রস্তুতি ও পদক্ষেপ ইতিমধ্যে কারা কর্তৃপক্ষ নিয়েছে তাও আদালতকে জানানোর নির্দেশনা চাওয়া হয়।

রিটে বলা হয়, করোনাভাইরাসে সবচেয়ে ঝুঁকিতে থাকা কারাবন্দীদের অবস্থা খুবই নাজুক। দেশের কারাগারগুলোতে ধারণক্ষমতার দ্বিগুণেরও বেশি বন্দী রয়েছে। সাম্প্রতিক প্রতিবেদন অনুসারে দেশের ৬৮টি কারাগারে ৪১ হাজার ২৪৪ জনের স্থান হলেও বর্তমানে সেখানে ৮৫ হাজার বন্দী রয়েছে। এ অবস্থায় কারাভ্যন্তরের বন্দীদের সামাজিক দূরত্ব বজায় রাখা অসম্ভব। এরই মধ্যে ২৩ জন কারারক্ষী এবং দুজন বন্দীর শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গত ১২ মে সিলেট কেন্দ্রীয় কারাগারে করোনায় আক্রান্ত হয়ে একজন মৃত্যুবরণ করেছেন।

সর্বশেষ খবর