মঙ্গলবার, ২১ জুলাই, ২০২০ ০০:০০ টা

রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধের সিদ্ধান্ত বাতিলের দাবি

খুলনায় মানব প্রাচীর ও বরিশালে মানববন্ধন

প্রতিদিন ডেস্ক

বন্ধ ঘোষিত রাষ্ট্রায়ত্ত পাটকল পুনরায় চালুর দাবিতে গতকাল মাঠে নেমেছে বিভিন্ন সংগঠন। এর মধ্যে খুলনায় মানবপ্রাচীর ও বরিশালে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। নিজস্ব প্রতিবেদকদের পাঠানো তথ্য। খুলনা : নগরীর পিকচার প্যালেস মোড়ে বিশাল মানবপ্রাচীর কর্মসূচির আয়োজন করে পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদ। এতে পাটকল শ্রমিকদের পাশাপাশি খুলনা সচেতন নাগরিক, বাম রাজনৈতিক সংগঠন ও শ্রমিক সংগঠন অংশ নেয়। সভাপতিত্ব করেন পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট কুদরত-ই-খুদা। এ সময় বক্তারা রাষ্ট্রায়ত্ত মিলগুলো বিরাষ্ট্রীয়করণের সিদ্ধান্ত বাতিল, স্কপের প্রস্তাবনা বাস্তবায়ন, দুর্নীতি লুটপাট বন্ধ করে পাটশিল্পকে আধুনিকায়ন, লোকসানের কারণ চিহ্নিত করে সমাধান, বিজেএমসির ব্যবস্থাপনা কাঠামো পরিবর্তনের দাবি জানান। বক্তব্য রাখেন খুলনা নাগরিক সমাজের আহ্বায়ক মুক্তিযোদ্ধা আ ফ ম মুহসীন, মনোজ দাস, শ্রমিক নেতা মোজাম্মেল হক, আনিসুর রহমান মিঠু, অ্যাডভোকেট বাবুল হাওলাদার, এস এ রশিদ। বরিশাল : নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে পাটকল বন্ধ না করে আধুনিকায়ন করাসহ ৪ দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গণতান্ত্রিক বাম জোট বরিশাল জেলার ব্যানারে বিশ্বনাথ দাস মুন্সির সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা গণসংহতি আন্দোলনের আহ্বয়াক দেওয়ান আবদুর রশিদ নিলু, জেলা বাসদ সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী এবং কমিউনিস্ট পার্টির নেতা অ্যাডভোকেট একে আজাদসহ অন্যরা। বক্তারা রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধ না করে আধুনিকায়ন করা, মিলের জমি লুটপাটের চক্রান্ত রোধ, বিজেএমসি থেকে অযোগ্যদের হটানো এবং ৬ হাজার কোটি টাকায় মিল বন্ধ না করে আধুনিকায়নের দাবি জানান।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর